menu-iconlogo
logo

Hariye

logo
歌詞
আছো কি তুমি?

দেয়ালে তোমার ছবি

ভাবি তোমায় নিয়ে আমি আমার স্বপ্নের দেশে

উড়ে ঘুরে হারিয়ে

এগিয়ে আসো তুমি আমার হাতটি ধরে

এখনো যে তোমাকে নিয়ে আমি ভাবি

অবুঝ এ হৃদয় কেন?

পারিনি আমি সেদিনের কথা গুলো মুছে ফেলতে

তোমার আলোয় আমি দেখি

এখন আধারে বসে আছি

ফিরে তাকাও আজ আমার দিকে

বলো তুমি থাকবে কি?

রুপালি বিকেলে আমি

একাকী হেটে থাকি

তোমারি মিষ্টি হাসি

এখনো দেখি

তোমার আর আমার ছবি

দুজনে একসাথে সময় কাটিয়ে হেসে হেসে

মনে পড়ে আমাদের কাহিনী কাহিনী

এখনো যে তোমাকে নিয়ে আমি ভাবি

অবুঝ এ হৃদয় কেন?

পারিনি আমি সেদিনের কথা গুলো মুছে ফেলতে

তোমার আলোয় আমি দেখি

এখন আধারে বসে আছি

ফিরে তাকাও আজ আমার দিকে

বলো তুমি থাকবে কি?

রুপালি বিকেলে আমি

একাকী হেটে থাকি

তোমারি মিষ্টি হাসি