menu-iconlogo
huatong
huatong
tapan-chowdhuryshakila-zafar--cover-image

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

Tapan Chowdhury/Shakila Zafarhuatong
hotdogistanhuatong
歌詞
収録
পাথরের পৃথিবীতে

Singer: তপন চৌধূরী ও শাকিলা জাফর

F)পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না..

তবু প্রেমেরতো শেষ হবে না

M)পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

M)মরণ নিয়ে তারাই ভাবে

যারা ভালোবাসিতে জানে না

F)সোনার চান্দি তারাই খোঁজে

যারা হৃদয়টাকে চেনে না

M)ভালোবাসার অনুভবে

F)দুচোখভরা স্বপ্ন রবে

MF)আরতো কিছুই চাই না..

তবু প্রেমেরতো শেষ হবে না

MF)পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না..

তবু প্রেমেরতো শেষ হবে না

M)কুঁড়ে ঘরে… চাঁদের আলো

যদি ঝরে পড়ে গো অঝরে

F)সোনার পালঙ্ক চাইনা আমি

যদি রাখো জড়িয়ে আদরে

M)তাজমহলের শ্বেত পাথরে

F)নাইবা গেলাম খোদাই করে

MF)দুটি নামের ঠিকানা

তবু প্রেমেরতো শেষ হবেনা

F)পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

M)পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

MF)লা লা লা লা লা লা………

হুম হুম হুম হুম হুম....

লা লা লা লা লা লা………

হুম হুম হুম হুম হুম....

Tapan Chowdhury/Shakila Zafarの他の作品

総て見るlogo

あなたにおすすめ