menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Ki Premer Protidaan

Taposh/Shahjahan Munshihuatong
porterpdphuatong
歌詞
レコーディング
আমায় যত দাও হে ব্যাথা

হৃদয়ে রাখিবো গাঁথা

একদিন জানি ব্যাথার হবে অবসান।

আমায় যত দাও হে ব্যাথা

হৃদয়ে রাখিবো গাঁথা

একদিন জানি ব্যাথার হবে অবসান।

প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে

প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে

দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ।

বাঁধিয়া মায়ার ডোরে কাঁদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান?

বাঁধিয়া মায়ার ডোরে কাঁদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান?

প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে

বলেছিলে হৃদয় মাঝে দিব স্থান

প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে

বলেছিলে হৃদয় মাঝে দিব স্থান

করে মিথ্যে অভিনয় পাগল মন করেছ জয়

করে মিথ্যে অভিনয় কোমল মন করেছ জয়

কেন সাজিলে পাষাণ?

বাঁধিয়া মায়ার ডোরে কাঁদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান?

রাখিয়া তোমার কথা ছড়িলাম মাতা পিতা

হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান।

রাখিয়া তোমার কথা ছড়িলাম মাতা পিতা

হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান।

কাঁদি দিবস-রাতি, মোর বাসরে নাই বাতি

কাঁদি দিবস-রাতি, মোর বাসরে নাই বাতি

গেল জাতি কুল ও মান।

আমায় যত দাও হে ব্যাথা

হৃদয়ে রাখিবো গাঁথা

একদিন জানি ব্যাথার হবে অবসান।

প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে

প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে

দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ।

বাঁধিয়া মায়ার ডোরে কাঁদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান?

বাঁধিয়া মায়ার ডোরে কাঁদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান?

এই কি প্রেমের প্রতিদান?

Taposh/Shahjahan Munshiの他の作品

総て見るlogo

あなたにおすすめ