menu-iconlogo
huatong
huatong
avatar

Ke Poralo Mundo Mala

Tina Ghoshalhuatong
MonojProvakarMandalhuatong
歌詞
レコーディング
Song :- Ke Poralo Mundo Mala

Singer :- Tina Ghoshal

Lyrics :- Kazi Nazrul Islam

Track Uploder :- Monoj Provakar Mandal

Music

কে পরালো মুণ্ডমালা

আমার শ্যামা মায়ের গলে,

কে পরালো মুণ্ডমালা

আমার শ্যামা মায়ের গলে,

সহস্র দল জীবন কমল

সহস্র দল জীবন কমল

দোলে রে যার চরণ তলে,

আমার শ্যামা মায়ের গলে,

কে পরালো মুণ্ডমালা

আমার শ্যামা মায়ের গলে।।

Music

কে বলে মোর মা কে কালো

মায়ের হাসি দিনের আলো,

কে বলে মোর মা কে কালো

মায়ের হাসি দিনের আলো,

মায়ের আমার গায়ের জ্যোতি

গগন পবন জলে স্থলে,

আমার শ্যামা মায়ের গলে,

কে পরালো মুণ্ডমালা

আমার শ্যামা মায়ের গলে।।

Music

শিবের বুকে চরণ যাহার

কেশব যারে পায় না ধ্যানে,

শব নিয়ে সে রয় শ্মশানে

কে জানে কোন অভিমানে।

সৃষ্টিরে মা রয় আবরি

সেই মা নাকি দিগম্বরী,

সৃষ্টিরে মা রয় আবরি

সেই মা নাকি দিগম্বরী,

তারে অসুরে কয় ভয়ঙ্করী

অসুরে কয় ভয়ঙ্করী,

ভক্ত তায় অভয়া বলে,

আমার শ্যামা মায়ের গলে,

কে পরালো মুণ্ডমালা

আমার শ্যামা মায়ের গলে,

সহস্র দল জীবন কমল

দোলে রে যার চরণ-তলে,

আমার শ্যামা মায়ের গলে,

কে পরালো মুণ্ডমালা

আমার শ্যামা মায়ের গলে

আমার শ্যামা মায়ের গলে

আমার শ্যামা মায়ের গলে।।

Ending

Tina Ghoshalの他の作品

総て見るlogo

あなたにおすすめ