menu-iconlogo
huatong
huatong
avatar

Khub Beshi Jante Ichchey

TONMOY TANSEN/Konahuatong
plepenhuatong
歌詞
収録
খুব বেশি জানতে ইচ্ছে করে

মেঘের ওপারে হয় কি বৃষ্টি

যেভাবে এপার কাঁদে

খুব বেশি দেখতে ইচ্ছে করে

রোদের ওপারে ঝরে কি আগুন

যেভাবে এপার পোড়ে

খুব বেশি শুনতে ইচ্ছে করে (ইচ্ছে করে)

চাঁদের ওপারে হয় কি জোছনা, ছোঁয় কি স্বপ্ন

যেভাবে এপার ভাসে

খুব বেশি খুঁজতে ইচ্ছে করে

নদীর ওপারে বয় কি স্রোত

যেভাবে এপার ভাঙে

খুব বেশি বোঝতে ইচ্ছে করে

তোমার ওপারে রয় কি গল্প

যেভাবে এপার খোঁজে

খুব বেশি শুনতে ইচ্ছে করে (ইচ্ছে করে)

চাঁদের ওপারে হয় কি জোছনা, ছোঁয় কি স্বপ্ন

যেভাবে এপার ভাসে

TONMOY TANSEN/Konaの他の作品

総て見るlogo

あなたにおすすめ