menu-iconlogo
huatong
huatong
avatar

Akasher Sob Tara Jhore Jabe

Topon Choudhuryhuatong
niya_619huatong
歌詞
レコーディング
আকাশের সব তারা ঝরে যাবে

আমার চোখের তারা ঝরবে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

আকাশের সব তারা ঝরে যাবে

আমার চোখের তারা ঝরবে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

একটি জনম নয় হাজারও জনম

তোমাকে দেখি যদি সেও বড় কম ও

সেও বড় কম

একটি জনম নয় হাজারও জনম

তোমাকে দেখি যদি সেও বড় কম ও

সেও বড় কম

একে একে সব পাওয়া হয়তো বা ফুরাবে

আমার এ মন তবু ভরবে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

মরণ যতই হোক অথৈ আঁধার

পারবে না ঢেকে দিতে এই অভিসার গো

এই অভিসার

মরণ যতই হোক অথৈ আঁধার

পারবে না ঢেকে দিতে এই অভিসার গো

এই অভিসার

একে একে সব আলো হয়তো বা হারাবে

চোখের পলক তবু পড়বে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

আকাশের সব তারা ঝরে যাবে

আমার চোখের তারা ঝরবে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

তোমাকে দেখার সাধ মরবে না গো

তোমাকে দেখার সাধ মরবে না

Topon Choudhuryの他の作品

総て見るlogo

あなたにおすすめ