menu-iconlogo
huatong
huatong
avatar

Dome Jibon Dome Moron

Topon Choudhuryhuatong
pabear3huatong
歌詞
レコーディング
দমে জীবন দমে মরণ

দমে জীবন দমে মরণ

শুধুই দমের খেলা

জগতের এই জেল হাজতে

কেনে ফাটক দিলা..

জগতের এই জেল হাজতে

কেনে ফাটক দিলা

দমে জীবন দমে মরণ

দমে জীবন দমে মরণ

শুধুই দমের খেলা

জগতের এই জেল হাজতে

কেনে ফাটক দিলা..

জগতের এই জেল হাজতে

কেনে ফাটক দিলা

কেবা পিতা কেবা মাতা

কেবা আপন জন

আপন ধুনে সবাই চলে

রঙিলা ভুবন

কেবা পিতা কেবা মাতা

কেবা আপন জন

আপন ধুনে সবাই চলে

রঙিলা ভুবন

না কান্দিলে দুধ দেয় না রে

না কান্দিলে দুধ দেয় না রে

সন্তানেরই মায়

মিছা আশা ভালোবাসা

কাইন্দা জনম যায়

দমে জীবন দমে মরণ

দমে জীবন দমে মরণ

শুধুই দমের খেলা

জগতের এই জেল হাজতে

কেনে ফাটক দিলা..

জগতের এই জেল হাজতে

কেনে ফাটক দিলা

পঙ্খী বান্ধে গাছে বাসা

জঙ্গলায় হরিণ

মানুষ বান্ধে মাটির উপর

সংসারও রঙিন

পঙ্খী বান্ধে গাছে বাসা

জঙ্গলায় হরিণ

মানুষ বান্ধে মাটির উপর

সংসারও রঙিন

মাটির মানুষ মাটি নিয়া

কামড়াকামড়ি করে

পরের ঘরে আগুন দিতে,

লাগায় নিজের ঘরে

মাটির মানুষ মাটি নিয়া

কামড়াকামড়ি করে

পরের ঘরে আগুন দিতে,

লাগায় নিজের ঘরে

পঙ্খী পলায় হরিণ পলায়

পঙ্খী পলায় হরিণ পলায়

মানুষ মানুষ মারে..

ভুইল্ল্যা গেছে মরণ শেষে

যাইবো মাটির ঘরে

দমে জীবন দমে মরণ

দমে জীবন দমে মরণ

শুধুই দমের খেলা

জগতের এই জেল হাজতে

কেনে ফাটক দিলা..

দমে জীবন দমে মরণ

শুধুই দমের খেলা

জগতের এই জেল হাজতে

কেনে ফাটক দিলা..

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Topon Choudhuryの他の作品

総て見るlogo

あなたにおすすめ