menu-iconlogo
huatong
huatong
topon-choudhury-eto-valo-beso-na-amay-cover-image

Eto valo beso na amay(এত ভালো বেসো না আমা)

Topon Choudhuryhuatong
shamimislamanomhuatong
歌詞
収録
###এত ভালো বেসো না আমায় ####

এত ভালো বেসো না আমায়

বিনিময়ে আমি কি দেবো তোমায়

এ প্রেম এর প্রতিদান দেওয়া যাবে না

এ জীবন দিলে ও শোধ হবে না,,

এত ভালো বেসো না আমায়

বিনিময়ে আমি কি দেবো তোমায়

এ প্রেম এর প্রতিদান দেওয়া যাবে না

এ জীবন দিলে ও শোধ হবে না,

==== Music====

........Rubel Khan.....

এক চোখেতে স্বপ্ন এক চোখেতে আশা

এক রিদয়ে তোমায় চেয়েছি,,,

শূন্য আমার জীবন পূর্ণ হলো তখন,,

যখনই তোমাকে পেয়েছি,,

আমাদের এই প্রেম যেন কভু না হারায়,,

মন শুধু এই টুকু চায়,,,

ও,,ও,,এত ভালো বেসো না আমায়

বিনিময়ে আমি কি দেবো তোমায়

এ প্রেম এর প্রতিদান দেওয়া যাবে না

এ জীবন দিলে ও শোধ হবে না,,

==== Music====

........Rubel Khan.....

পৃথিবী তো একটই জন্ম তো হয় একবার

এক বার ই প্রেম জিবনে,

বন্ধু আমার এক জন তুমি সে প্রিয়জন

বাঁঁচবো না তোমায় বিহনে

সকালের সূর্য হারায় যে সন্ধ্যাই পারবোনা হারাতে তোমায়

এত ভালো বেসো না আমায়

বিনিময়ে আমি কি দেবো তোমায়

এ প্রেম এর প্রতিদান দেওয়া যাবে না

এ জীবন দিলে ও শোধ হবে না,,

এত ভালো বেসো না আমায়

বিনিময়ে আমি কি দেবো তোমায়

এ প্রেম এর প্রতিদান দেওয়া যাবে না

এ জীবন দিলে ও শোধ হবে না,,

====সমাপ্ত====

=====ধন্যবাদ===

Topon Choudhuryの他の作品

総て見るlogo

あなたにおすすめ