menu-iconlogo
huatong
huatong
avatar

কালাচান | Kalachan

Tosiba/F. A. Pritomhuatong
munchkin121106huatong
歌詞
レコーディング
আদর কইরা ডাকমু জান

কাছে একটু আইয়া যান

মনের কথা হুইনা যান

কী জাদুতে মারছেন আমায় বাণ

আদর কইরা ডাকমু জান

কাছে একটু আইয়া যান

মনের কথা হুইনা যান

কী জাদুতে মারছেন আমায় বাণ

কী জাদুতে মারছেন আমায় বাণ

হাতটা ধরেন না

ভাব নিয়েন না

কেন চোখের ভাষা বুঝেন না

জ্বালা দিয়েন না

দূরে যায়েন না

মইরা গেলে আমায় খুঁইজা পাইবেননা

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

আগাগোড়া মেকাপ কইরা

দেখাও তুমি ঢং

তোমার পান তুমি খাও,

ঠোঁটে লাগাও রং

এই তুমি অনেক ক্রেজি

তোমার নাটক বুঝি

আয় তি তি তি তি কইরা

ময়না পাখি খুঁজি

মন আমার বোকাসোকা

পোলা বোকা না

এই আমি শুধু খাইছেন কি

বাবু খোঁকা না

তোমার মনের ব্যাপার স্যাপার

কাটলো প্রেমের খাল

শাড়ি পইরা টিপ মাইরা

ঠোঁট করি লাল লাল

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ডুব না দিলে প্রেমের জলে

জীবন যাবে হায় বিফলে

আইসোএ আমার মন মহলে

ডুব না দিলে প্রেমের জলে

জীবন যাবে হায় বিফলে

আইসোএ আমার মন মহলে

ভাসাইব আদরের সম্পান

খাইয়া যাও না রসের ভরা পান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

Tosiba/F. A. Pritomの他の作品

総て見るlogo

あなたにおすすめ