menu-iconlogo
huatong
huatong
ujjaini-mukherjee-shyama-naamer-laglo-agun-cover-image

Shyama Naamer Laglo Agun

Ujjaini Mukherjeehuatong
joydog1huatong
歌詞
収録
শ্যামা নামের লাগলো আগুন

আমার দেহ ধূপ-কাঠিতে

শ্যামা নামের লাগলো আগুন

আমার দেহ ধূপ-কাঠিতে

যত জ্বালি সুবাস তত

যত জ্বালি সুবাস তত

ছড়িয়ে পড়ে চারিভিতে, মা

শ্যামা নামের লাগলো আগুন

আমার দেহ ধূপ-কাঠিতে

ভক্তি আমার ধূপের মত

ঊর্ধ্বে ওঠে অবিরত, মা

ভক্তি আমার ধূপের মত

ঊর্ধ্বে ওঠে অবিরত

শিব-লোকের দেব-দেউলে, মা

শিব-লোকের দেব-দেউলে

মার শ্রীচরণ পরশিতে, পরশিতে

মা, মা, মা, মা

শ্যামা নামের লাগলো আগুন

আমার দেহ ধূপ-কাঠিতে

অন্তরলোক শুদ্ধ হল

পবিত্র সেই ধূপ-সুবাসে

অন্তরলোক শুদ্ধ হল

পবিত্র সেই ধূপ-সুবাসে

মার হাসিমুখ চিত্তে ভাসে

মার হাসিমুখ চিত্তে ভাসে

চন্দ্রসম নীল আকাশে

সবকিছু মোর পুড়ে কবে

চিরতরে ভষ্ম হবে

মার ললাটে আঁকব তিলক

মার ললাটে আঁকব তিলক

সেই ভষ্ম বিভূতিতে

বিভূতিতে

মা, মা, মা, মা

শ্যামা নামের লাগলো আগুন

আমার দেহ ধূপ-কাঠিতে

যত জ্বালি সুবাস তত

ছড়িয়ে পড়ে চারিভিতে, মা

শ্যামা নামের লাগলো আগুন

আমার দেহ ধূপ-কাঠিতে

Ujjaini Mukherjeeの他の作品

総て見るlogo

あなたにおすすめ