menu-iconlogo
huatong
huatong
avatar

Eita Tomar Gaan

Upal Senguptahuatong
ry3_starhuatong
歌詞
収録

এইটা তোমার গান

তুমি লোডশেডিং এ

চাঁদের আলোর স্বর

তুমি জ্বরের শেষে

সূর্য ধোয়া ঘর

এইটা তোমার গান

তুমি লোডশেডিং এ

চাঁদের আলোর স্বর

তুমি জ্বরের শেষে

সূর্য ধোয়া ঘর

আয়না ভরা দিন

রূপসায়রের জল

আলগা ছুটির রোদ

রক্ত ঝলোমল

তোমায় দিলাম

এই খাতার ভাঁজে

গাছের পাতার নাম

এইটা তোমার গান

তুমি নরম ঠোঁটে

স্বেচ্ছা ব্যথার নীল

তুমি অন্য মনে

একলা পাখির ঝিল

আয়না ভরা দিন

রূপ সায়রের জল

আলগা ছুটির রোদ

রক্ত ঝলোমল

তোমায় দিলাম

এই মায়ার পশম

হাত দেবার আরাম

এইটা তোমার গান

ওই আঁচল ঘেরা

বৃষ্টি ছাঁটের ঘ্রাণ

রেখে মেঘের শিশু

গিয়েছে ভাসান

...

Upal Senguptaの他の作品

総て見るlogo

あなたにおすすめ