menu-iconlogo
huatong
huatong
avatar

Moharaj

Warfazehuatong
mrsscaatchuatong
歌詞
レコーディング
সমাজ শিখরে আজ তুমি কি একা?

রিক্ত কামনায় অহমের মায়াজালে

সকল ভালোবাসা পদলিত করে

মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে

সমাজ শিখরে আজ তুমি কি একা?

রিক্ত কামনায় অহমের মায়াজালে

সকল ভালোবাসা পদলিত করে

মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে

ক্ষমতার নিয়মে দেয়াল তুলে

জনতাকে বেদনায় ভাসালে

ক্ষমতার পেছনে যাদের স্মৃতি

অবসরেও কি পরে মনে?

হে মহারাজ, এসো আমাদের সমতলে

পাবে জীবন, যাকে বহুদুর গেছো ফেলে

প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে

হে মহারাজ

তোমার দুপাশে মিথ্যে গুণবাহী

দেবে কি বাঁধার আশা জনতার এ নিরলে?

রবে কি জনগন রাজপথের কাঁটা?

যারা তোমায় ভালোবেসেছে মনে প্রানে

ক্ষমতার নিয়মে দেয়াল তুলে

জনতাকে বেদনায় ভাসালে

ক্ষমতার পেছনে যাদের স্মৃতি

অবসরেও কি পরে মনে?

হে মহারাজ, এসো আমাদের সমতলে

পাবে জীবন, যাকে বহুদুর গেছো ফেলে

প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে

হে মহারাজ

হে মহারাজ, এসো আমাদের সমতলে

পাবে জীবন, যাকে বহুদুর গেছো ফেলে

প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে

হে মহারাজ

হে মহারাজ, এসো আমাদের সমতলে

পাবে জীবন, যাকে বহুদুর গেছো ফেলে

প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে

হে মহারাজ

হে মহারাজ

Warfazeの他の作品

総て見るlogo

あなたにおすすめ