menu-iconlogo
huatong
huatong
avatar

Kokhono Amake

Winninghuatong
K.r.Reasonhuatong
歌詞
収録
কখনো আমাকে মনে কি পড়ে

হৃদয়ের মাঝে ব্যথা কি জাগে

আমায় বলোনা...

নিশ্চুপ থেকো না

আমাকে বলো না

মন খুলে...

কখনো আমাকে মনে কি পড়ে

হৃদয়ের মাঝে ব্যথা কি জাগে

কাটে যে প্রহর স্মৃতির নকশা বোনে

মনে যে পড়ে তোমাকে অকারনে

বলো আমায় ভাবো কি তুমি

আজো আমায় একাকী আড়ালে

আমায় বলোনা...

নিশ্চুপ থেকো না

আমাকে বলো না

মন খুলে...

কখনো আমাকে মনে কি পড়ে

হৃদয়ের মাঝে ব্যথা কি জাগে

জড়িয়ে আছো আমারি জীবন ছুয়ে

দুর আকাশে সন্ধ্যা তারা হয়ে

বলো আমায় আছি কি আমি

আজো তোমার স্মৃতিরই আড়ালে

আমায় বলোনা...

নিশ্চুপ থেকো না

আমাকে বলো না

মন খুলে...

কখনো আমাকে মনে কি পড়ে

হৃদয়ের মাঝে ব্যথা কি জাগে

আমায় বলোনা...

নিশ্চুপ থেকো না

আমাকে বলো না

মন খুলে...

Winningの他の作品

総て見るlogo

あなたにおすすめ