menu-iconlogo
huatong
huatong
avatar

Shukhe thako o amar nondini

Zafar Iqbalhuatong
shydurrahman-🎷🎷ABS🎸🎸huatong
歌詞
収録
সুখে থাকো

ও আমার নন্দিনী

হয়ে কারো ঘরণী

জেনে রাখো

প্রাসাদেরও বন্দিনী

প্রেম কভু মরেনি

চলে গেছ

কিছুতো বলে যাওনি

পিছুতো ফিরে চাওনি

আমিও পিছু ডাকিনি

বাধা হয়ে বাধিনি

আমিও পিছু ডাকিনি

বাধা হয়ে বাধিনি

সুখে থাকো

ও আমার নন্দিনী

হয়ে কারো ঘরণী

জেনে রাখো

প্রাসাদেরও বন্দিনী

প্রেম কভু মরেনি

ভুলে গেছ

কখনো মনে করনি

দু’ফোঁটা জলও ফেলনি

আমিতো ভূলে থাকিনি

রাখী খুলে রাখিনি

আমিতো ভূলে থাকিনি

রাখী খুলে রাখিনি

সুখে থাকো

ও আমার নন্দিনী

হয়ে কারো ঘরণী

জেনে রাখো

প্রাসাদেরও বন্দিনী

প্রেম কভু মরেনি

Arranged By Shydur Rahman

Zafar Iqbalの他の作品

総て見るlogo

あなたにおすすめ