menu-iconlogo
huatong
huatong
avatar

এক আকাশের তারা তুই একা...

আইয়ুব বাচ্চুhuatong
ptenchik5huatong
가사
기록
এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে,

এক আকাশের তারা তুই একা গুনিসনে

গুনতে দিস তুই কিছু মোরে।

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস্ মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালো বাসতে দিস মোরে

পুরো জোছনা তুই একা পোহাস নে

সঙ্গে নিস্ রে তুই মোরে।

পুরো জোছনা তুই একা পোহাস নে

সঙ্গে নিস রে তুই মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস্ নে

একটু ভালোবাসতে দিস্ মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস্ মোরে।

সাদিক আহমদ

হৃদয় নায়ে চড়বি যখন বৈঠা দিস্নে তুই মোরে

ভাসবো না হয় দুজন মিলে,

স্বপ্নলোক যত সুখের জ্বলে।

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সাদিক আহমদ

দুঃখের বুঝা বইবি যখন, স্বরণ করিস রে

তুই মোরে,,আসবো ছুটে তোর কাছে।

যেখানে থাকি আমি যত দুরে।

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস্ নে

গুনতে দিস তুই কিছু মোরে ।

পোরো জোছনা তুই একা পোহাস নে

সঙ্গে নিস রে তুই মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে।।

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে।।

আইয়ুব বাচ্চু의 다른 작품

모두 보기logo

추천 내용

এক আকাশের তারা তুই একা... - আইয়ুব বাচ্চু - 가사 & 커버