menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার পত্র এসে পৌঁচল যখন-আশা

আকাশ খানhuatong
AKASSH🎧KHAN🎧BPMC🇧🇩huatong
가사
기록
শিল্পী - আতাউল ইকবাল

................আশা...........

...........আকাশ খান.......

তোমার পত্র এসে পৌঁচল যখন

তাতেই আমন্ত্রিত আমি অতিথি

শুভ হোক তব নতুন জীবন

সুখী হোক তোমার জীবন সাথী

শুভ হোক সব রাতি

তোমার পত্র এসে পৌঁচল যখন

তাতেই আমন্ত্রিত আমি অতিথি

শুভ হোক তব নতুন জীবন

সুখী হোক তোমার জীবন সাথী

শুভ হোক সব রাতি

আ....আ.....আ....

আ....আ....আ....

আ....আ....আ....

কথা দেয়া সেই কথা আর সেই দিন

সবিই বুঝি ভুল হয়েই গেলো

সাগরে আমি যেন হয়ে গেছি নীল

অশান্ত মন আমার কি যে পেলো

দুঃখ করিনা ভুল হোক হয় যদি

আমার সে প্রেম প্রীতি

শুভ হোক তব নতুন জীবন

সুখী হোক তোমার জীবন সাথী

শুভ হোক সব রাতি...

আ....আ.....আ....

আ....আ....আ....

আ....আ....আ....

মন দেয়া সেই মন আর সেই সাধ

কেমনে তা মিছে হয়ে যায়

জানিনা ছিলো মোর কি অপরাধ

বড় একা আমি শুধুই হায়

দুঃখ করিনা সাজাতে পারিনি বলে

তোমার বাসর রাতে......

শুভ হোক তব নতুন জীবন

সুখী হোক তোমার জীবন সাথী

শুভ হোক সব রাতি

তোমার পত্র এসে পৌঁচল যখন

তাতেই আমন্ত্রিত আমি অতিথি

শুভ হোক তব নতুন জীবন

সুখী হোক তোমার জীবন সাথী

শুভ হোক সব রাতি

আ....আ.....আ....

আ....আ....আ....

আ....আ....আ....

আশা...........ধ্যানবাদ

আকাশ খান의 다른 작품

모두 보기logo

추천 내용