menu-iconlogo
huatong
huatong
avatar

জং ধরে নাই রং উঠে নাই

আতঙ্কhuatong
🎸Deut-786🎸huatong
가사
기록
জং ধরে নাই রং উঠে নাই

জং ধরে নাই রং উঠে নাই ,ভালো আছে তালা

দরকার একজন রসিক চাবি ওযালেরে ও তোর

দরকার একজন রসিক চাবি ওযালেরে

জং ধরে নাই রং উঠে নাই ,ভালো আছে তালা

দরকার একজন রসিক চাবি ওযালেরে ও তোর

দরকার একজন রসিক চাবি ওযালেরে

যার ঘরেতে এতো বড় ডাঙ্গর মাইয়া থাকে

তার মা বাপে কেমনে ঘুমায় তৈল দিয়া নাকে

দেখতে দেখতে একুশ বাইশ বছর করলি পার

বর্তমান যোগে ধর্ম কতো ধরবি আর

রাইতে আমার ঘুম ধরেনা যতয় চেষ্টা করি

ইচ্ছে করে যাইয়া এখন তুর গলাটা ধরি

দিনে দিনে শোকাবে তোর,

দিনে দিনে শোকাবে তোর যৌবন ফুলের মালা

দরকার একজন রসিক চাবি ওযালেরে ও তোর

দরকার একজন রসিক চাবি ওযালেরে

জং ধরে নাই রং উঠে নাই

ভালো আছে তালা

দরকার একজন রসিক চাবি ওযালেরে ও তোর

দরকার একজন রসিক চাবি ওযালেরে

পরশুদিন খালি ভিটায় ঠিক দুপুরের খালে

কি যেনো কি ভাবতে ছিলি বইসা গাছের ডালে

উড়নাটা উড়িয়া গেলো আচমকা বাতাশে

আমি ছাড়া কেউ ছিলোনা তখন আশে পাশে

এমন একটা গুপন জাগায় একলা সুজোগ পাইয়া

চোরের মতো তোরে আমি দেখলাম চাইয়া চাইয়া

খারাপ লাগে যখন দেখি

খারাপ লাগে যখন দেখি সুন্দর

মোখকান কালা

দরকার একজন রসিক চাবি ওযালেরে ও তোর

দরকার একজন রসিক চাবি ওযালেরে

জং ধরে নাই রং উঠে নাই

ভালো আছে তালা

দরকার একজন রসিক চাবি ওযালেরে ও তোর

দরকার একজন রসিক চাবি ওযালেরে

আমারো তো বিয়ের বয়স হয়ছে অনেক আগে

তাইতো এখন তোরে দেখলে কেমন যেনো লাগে

তোর জিবনে কিসের অভাব আমি কিন্তু বোঝি

অনেক দিন হয় আমিও তো এমন মেয়ে খুজি

মনের সাথে মন জদি লাগে খাপের খাপ

কি করবেরে আমার বাপে কি করবে তোর বাপ

মিঠে যাবে দুজনেরই

মিঠে যাবে দুজনেরই বোকের যতো জ্বলা

দরকার একজন রসিক চাবি ওযালেরে ও তোর

দরকার একজন রসিক চাবি ওযালেরে

জং ধরে নাই রং উঠে নাই

জং ধরে নাই রং উঠে নাই

ভালো আছে তালা

দরকার একজন রসিক চাবি ওযালেরে ও তোর

দরকার একজন রসিক চাবি ওযালেরে

জং ধরে নাই রং উঠে নাই

ভালো আছে তালা

দরকার একজন রসিক চাবি ওযালেরে ও তোর

দরকার একজন রসিক চাবি ওযালেরে

দরকার একজন রসিক চাবি ওযালেরে ও তোর

দরকার একজন রসিক চাবি ওযালেরে

#বাংলা মিউজিক#

আতঙ্ক의 다른 작품

모두 보기logo

추천 내용

জং ধরে নাই রং উঠে নাই - আতঙ্ক - 가사 & 커버