menu-iconlogo
huatong
huatong
avatar

গানঃ প্রেম একটা পোষা ময়না

আপলোডঃ সোহেল রানাhuatong
ʙᵈ᭄💠MdSohelRan💠🅿🆂🅵💦࿐huatong
가사
기록
গানঃ প্রেম একটা পোষা ময়না

শিল্পীঃ মনির খান এবং কঁনক চাঁপা

আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফেমেলি

চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফেমেলি কেপ্টেন

মেয়েঃ প্রেম একটা পোষা ময়না

ছিল মনের ভিতরে ছিল অনেক আদরে

সে ময়নাটা তুমি আমার হলে কি করে

ছেলেঃ প্রেম একটা পোষা ময়না

ছিল মনের ভিতরে ছিল অনেক আদরে

সেই ময়নাটা তুমি আমার হলে কি করে

মেয়েঃ প্রেম একটা পোষা ময়না

ছিল মনের ভিতরে তুমি হলে কি করে

মিউজিকঃ অপেক্ষা করুন

মিউজিক ফলো করে গান করুন

পি এস এফ ফেমেলিতে সবাইকে স্বাগতম

ছেলেঃ তোমার সঙ্গে চলবো বলে

পথে আমি নেমেছি চলতে চলতে

জিবন সঙ্গী তোমায় করে ফেলেছি

মেয়েঃ তোমার সঙ্গে চলবো বলে

পথে আমি নেমেছি

চলতে চলতে জিবন সঙ্গী তোমায় করে ফেলেছি

ছেলেঃ তোমার মনে আমার নামটি

প্রেমেরি অক্ষরে তুমি লিখরে

প্রেম একটা পোষা ময়না

ছিল মনের ভিতরে ছিল অনেক আদরে

সেই ময়নাটা তুমি আমার হলে কি করে

মিউজিকঃ অপেক্ষা করুন

গানটি লাইক-কমেনট এবং শেয়ার করুন

মেয়েঃ আমার যতো সপ্ন গুলো

তোমার চোখে দেখেছি

একটু একটু করে সবই

এই হৃদয়ে এঁকেছি

ছেলেঃ আমার যতো সপ্ন গুলো

তোমার চোখে দেখেছি

একটু একটু করে সবই

এই হৃদয়ে এঁকেছি

মেয়েঃ আমার জিবন তোমার মাঝে

গাছেরি জিবন যেমন শিঁকড়ে

প্রেম একটা পোষা ময়না

ছিল মনের ভিতরে ছিল অনেক আদরে

সেই ময়নাটা তুমি আমার হলে কি করে

ছেলেঃ প্রেম একটা পোষা ময়না

ছিল মনের ভিতরে ছিল অনেক আদরে

সেই ময়নাটা তুমি আমার হলে কি করে

মেয়েঃ প্রেম একটা পোষা ময়না

ছিল মনের ভিতরে

ছেলেঃ তুমি হলে কি করে

সমাপ্ত

আপলোডঃ সোহেল রানা의 다른 작품

모두 보기logo

추천 내용