গানঃ তোমার বুকে বাড়ি
শিল্পীঃ মনির খান & বেবি নাজনিন
চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফ্যামিলি ক্যাপ্টেন
আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি
মেয়েঃ তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর।
তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর।
এই বুকে বসতি গড়ে থাকবো জীবন ভর
হবনা...কভু পর, হবনা... কভু পর।
ছেলেঃ তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর।
তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর।
এই বুকে বসতি গড়ে থাকবো জীবন ভর
হবনা.. কভু পর, হবনা.. কভু পর
মিউজিকঃ অপেক্ষা করুন
মিউজিক ফলো করে গান করুন
পি এস এফ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম
মেয়েঃ এই জীবনে পেলাম তোমায় এইতো কিছু নয়
মরনেরও পরে আবার দেখা জেনো হয়
মিউজিক
ছেলেঃ এই জীবনে পেলাম তোমায় এইতো কিছু নয়
মরনেরও পরে আবার দেখা জেনো হয়
মেয়েঃ তোমার ভালোবাসা বিহীন জীবন বালুচর
হবনা.. কভু পর, হবনা.. কভু পর।
ছেলেঃ তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর।
তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর।
এই বুকে বসতি গড়ে থাকবো জীবন ভর
হবনা.. কভু পর, হবনা.. কভু পর।
মিউজিক
চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফ্যামিলি
আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি
মেয়েঃ লা লালা লা লালা লালা লা
লা লালা লা লালা....
মিউজিক
ছেলেঃ তোমার প্রেমের প্রতিদানে যদি কিছু চাও
মাটির দেহ খাচা ভেংগে প্রানটা নিয়ে যাও
মেয়েঃ তোমার প্রেমের প্রতিদানে যদি কিছু চাও
মাটির দেহ খাচা ভেংগে প্রানটা নিয়ে যাও
ছেলেঃ তোমার সাথে চাই থাকিতে হাজারো বছর
হবনা.. কভু পর, হবনা.. কভু পর।
মেয়েঃ তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর।
তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর।
এই বুকে বসতি গড়ে থাকবো জীবন ভর
হবনা.. কভু পর, হবনা.. কভু পর।
ছেলেঃ তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর।
তোমার বুকে বাড়ি, তোমার বুকে ঘর।
এই বুকে বসতি গড়ে থাকবো জীবন ভর
হবনা... কভু পর, হবনা... কভু পর।
=====ধন্যবাদ সবাইকে======