আরমান আলিফ
সবাই মিউজিক ফলো করুন
ছোট্টবেলার স্মৃতি গুলো যখন পড়ে মনে
একলা একা কাঁদি আমি বসিয়া গোপনে
তুই যে ছিলি খেলার সাথী স্কুলেরই প্রেম
সুযোগ বুঝে আমার সাথে খেললি যে তুই গেম
নিজের ইচ্ছামত রে তুই দিলি অপবাদ
জানিস নাকি মন ভাঙ্গা যে কত বড় পাপ
তুই মহাপাপি তুই অপরাধী তুই যে লোভী মেয়ে
এখন ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে
তুই মহাপাপী অপরাধী তুই যে লোভী মেয়ে
এখন ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে
?
ময়না পাখি তোতা ছাড়া কিছুই বলতি না
একটা সময় আমায় ছাড়া কিছুই খাইতি না
বলতি আমায় তোমায় ছাড়া প্রাণে বাঁচবো না
এখন কেমনে বেঁচে আছিস কিছুই বুঝিনা
ভালো লাগলে লাইক দিন
ময়না পাখি তোতা ছাড়া কিছুই বলতি না
একটা সময় আমায় ছাড়া কিছুই খাইতি না
বলতি আমায় তোমায় ছাড়া প্রাণ বাঁচবো না
এখন কেমনে বেঁচে আছিস কিছুই বুঝিনা
নিজের ইচ্ছে মত রে তুই দিলি অপবাদ
জানিস নাকি মন ভাঙ্গা যে কত বড় পাপ
তুই মহাপাপি তুই অপরাধী তুই যে লোভী মেয়ে
এখন ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে
তুই মহাপাপী তুই অপরাধী তুই যে লোভী মেয়ে
এখন ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে
imo nbr 01642280962
তোরে ভালবাসতে গিয়ে খাইছি কত মাইর
রাত বিরাতে তোর লাগিয়া হইছি ঘরের বাইর
মিথ্যা অপবাদেরে তুই ভাইঙ্গা দিলাম মন
আমি নাকি তোর কখনো ছিলাম না আপন
S.R.J jakaria Chowdhury
Tangail
তোরে ভালবাসতে গিয়া খাইছি কত মাইর
রাত বিরাতে তোর লাগিয়া হইছি ঘরের বাইর
সবাই ভালো থাকুন বায় বায়