menu-iconlogo
huatong
huatong
avatar

আমার মনের কষ্ট তুমি বুঝবে কেমন করে

আসিফ আকবরhuatong
ursanne1huatong
가사
기록
আমার মনের কষ্ট তুমি বুঝবে কেমন করে

কাছে এসে হৃদয় ভেঙ্গে চলে গেছ দূরে

প্রতারণার এ কোন ফাঁদে দিলে নিঃস্ব করে

এ কেমন ভালোবাসারে

ভাসালো দুঃখ সাগরে

দুঃখ আমার চারি পাশে

দুঃখ অন্তরে এএএ

দুঃখ আমার চারি পাশে

দুঃখ অন্তরে

আমার মনের কষ্ট তুমি বুঝবে কেমন করে

কাছে এসে হৃদয় ভেঙ্গে চলে গেছ দূরে

প্রতারনার এ কোন ফাঁদে দিলে নিঃস্ব করে

এ কেমন ভালোবাসারে

ভাসালো দুঃখ সাগরে এএএ

দুঃখ আমার চারি পাশে দুঃখ অন্তরে

দুঃখ আমার চারি পাশে দুঃখ অন্তরে

তোমার স্মৃতি গুমড়ে কাঁদে

বুকের তেপান্তরে

একটা জীবন এত ব্যথা সইতে কি আর পারে

হো তোমার স্মৃতি গুমড়ে কাঁদে,

বুকের তেপান্তরে

একটা জীবন এত ব্যথা সইতে কি আর পারে

এ কেমন ভালোবাসারে

ভাসালো দুঃখ সাগরে এএএ

দুঃখ আমার চারিপাশে

দুঃখ অন্তরে

দুঃখ আমার চারিপাশে

দুঃখ অন্তরে

জানি তুমি সুখেই আছো,

অন্য দেশান্তরে

মিথ্যে তবু স্বপ্ন দেখি,

আসো যদি ফিরে

হো ,জানি তুমি সুখেই আছো,

অন্য দেশান্তরে

মিথ্যে তবু স্বপ্ন দেখি আসো যদি ফিরে

এ কেমন ভালোবাসারে

ভাসালো দুঃখ সাগরে এএএ

দুঃখ আমার চারি পাশে দুঃখ অন্তরে

দুঃখ আমার চারি পাশে দুঃখ অন্তরে

আমার মনের কষ্ট তুমি বুঝবে কেমন করে

কাছে এসে হৃদয় ভেঙ্গে চলে গেছ দূরে

প্রতারণার এ কোন ফাঁদে দিলে নিঃস্ব করে

এ কেমন ভালোবাসারে ,,

ভাসালো দুঃখ সাগরে এএএ

দুঃখ আমার চারি পাশে দুঃখ অন্তরে

দুঃখ আমার চারি পাশে দুঃখ অন্তরে

আসিফ আকবর의 다른 작품

모두 보기logo

추천 내용