menu-iconlogo
huatong
huatong
avatar

কোন জনমে পাবো তারে

ইমন খানhuatong
MdJiaur_star847huatong
가사
기록
কোন জনমে পাবো তারে বলোনা গো বিধি আমায়

কোন জনমে পাবো তারে বলোনা গো বিধি

সেই জনমে নতুন করে আবার জন্ম নেবো

তারে পাইতে হাজার জনম অপেক্ষায় থাকিবো

আমি তারে পাইতে হাজার জনম অপেক্ষায় থাকিবো

কোন জনমে পাবো তারে বলোনা গো বিধি

প্রতি ফোঁটা রক্ত কনায় সেযে বসত করে..

তারে আমি রাখছি আমার বুকের মধ্যে কলিজার ভেতরে

প্রতি ফোঁটা রক্ত কনায় সেযে বসত করে...

তারে আমি রাখছি আমার বুকের মধ্যে কলিজার ভেতরে

সেযে আমার নিঃশ্বাস বিশ্বাস কি করে বুঝাবো

তারে পাইতে হাজার জনম অপেক্ষায় থাকিবো আমি

তারে পাইতে হাজার জনম অপেক্ষায় থাকিবো

কোন জনমে পাবো তারে বলোনা গো বিধি

সকাল সন্ধ্যা ডুবে থাকি তার পিরিতের মাঝে..

মন বাড়িতে থাকে ওসে মন রুমালের প্রতি ভাঁজে ভাঁজে

সকাল সন্ধ্যা ডুবে থাকি তার পিরিতের মাঝে...

মন বাড়িতে থাকে ওসে মন রুমালের প্রতি ভাঁজে ভাঁজে

সে যে আমার জিবন মরন কি করে বুঝাবো

তারে পাইতে হাজার জনম অপেক্ষায় থাকিবো আমি

তারে পাইতে হাজার জনম অপেক্ষায় থাকিবো

কোন জনমে পাবো তারে বলোনা গো বিধি আমায়

কোন জনমে পাবো তারে বলোনা গো বিধি

সেই জনমে নতুন করে আবার জন্ম নেবো

তারে পাইতে হাজার জনম অপেক্ষায় থাকিবো আমি

তারে পাইতে হাজার জনম অপেক্ষায় থাকিবো

কোন জনমে পাবো তারে বলোনা গো বিধি

ইমন খান의 다른 작품

모두 보기logo

추천 내용