menu-iconlogo
huatong
huatong
avatar

পারিনি ভুলতে তোকে

ইমরানhuatong
rosalvi_starhuatong
가사
기록
পারিনি ভুলতে তুকে

পারিনি এ মন ফেরাতে

শুন্য এ হৃদয় আমার

চায় তুর মাঝে হারাতে

ভুল করে একবার বলনা তুই আমার

ভুল করে একবার বলনা তুই আমার

মন চায় শুধু শুনতে।

পারিনি ভুলতে তুকে

পারিনি এ মন ফেরাতে

আলো নেই ডুবে আছি অন্ধকারে

তুর স্বৃতি শুধু মনে পরে

ভাল নেই তুকে ছারা একটি দিনো

অশ্রু জল চোখে জ্বরে

আলো নেই ডুবে আছি অন্ধকারে

তুর সৃতি শুধু মনে পরে

ভাল নেই তুকে ছারা একটি দিনো

অশ্রু জল চোখে জ্বরে।

ভুল করে একবার বলনা তুই আমার

ভুল করে একবার বলনা তুই আমার

মন চায় শুধু শুনতে

পারিনি ভুলতে তুকে

পারিনি এ মন ফেরাতে

দিন গুলো কেটে যায় একলা আমার

তুই ছারা মনটা কেঁদে মরে

ভুল গুলো যা ছিলো শুদরে নেবো

ফিরে আয় আয়না ফিরে

দিন গুলো কেটে যায় একলা

আমার

তুই ছারা মনটা কেঁদে মরে

ভুল গুলো যা ছিলো শুদরে নেবো

ফিরে আয় আয়রা ফিরে।

ভুল করে একবার বলনা তুই আমার

ভুল করে একবার বলনা তুই আমার

মন চায় শুধু শুনতে

পারিনি ভুলতে তুকে

পারিনি এ মন ফেরাতে

শুন্য এ হৃদয় আমার

চায় তুর মাঝে হারাতে

ভুল করে একবার বলনা তুই আমার

ভুল করে একবার বলনা তুই আমার

মন চায় শুধু শুনতে।

পারিনি ভুলতে তুকে

পারিনি এ মন ফেরাতে।

সমাপ্ত

ইমরান의 다른 작품

모두 보기logo

추천 내용