menu-iconlogo
huatong
huatong
avatar

এই সেই ঘর এই সেই খাট

ইসলামী সংগীতhuatong
milneroberthuatong
가사
기록

Choice by Soniya SSBV

এই সেই ঘর,এই সেই খাট

বিছানার পাশে আছে পানের বাটা

চশমাটা পড়ে আছে পাশেই

শুধু মা নেই, শুধু মা নেই

শুধু মা নেই, শুধু মা নেই

এই সেই ঘর,এই সেই খাট

বিছানার পাশে আছে পানের বাটা

চশমাটা পড়ে আছে পাশেই

শুধু মা নেই, শুধু মা নেই

শুধু মা নেই, শুধু মা নেই

দরজাটা খুলতেই খেয়ে যাই ধোঁকা

মা বুঝি বলছেই এলি নাকি খোকা

দরজাটা খুলতেই খেয়ে যাই ধোঁকা

মা বুঝি বলছেই এলি নাকি খোকা

বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে

চোখ বেয়ে জল নেমে আসে

শুধু মা নেই, শুধু মা নেই

শুধু মা নেই, শুধু মা নেই

এই সেই ঘর,এই সেই খাট

বিছানার পাশে আছে পানের বাটা

চশমাটা পড়ে আছে পাশেই

শুধু মা নেই, শুধু মা নেই

শুধু মা নেই, শুধু মা নেই

জানি ফিরে পাব না হারানো তিথি

মা শুধু আজ তাই ফ্রেমে বাধা স্মৃতি

জানি ফিরে পাব না হারানো তিথি

মা শুধু আজ তাই ফ্রেমে বাধা স্মৃতি

মায়ের ছবি ওই ফ্রেমে বাঁধানো

আমার দিকেই চেয়ে আছে

শুধু মা নেই, শুধু মা নেই

শুধু মা নেই, শুধু মা নেই

এই সেই ঘর,এই সেই খাট

বিছানার পাশে আছে পানের বাটা

চশমাটা পড়ে আছে পাশেই

শুধু মা নেই, শুধু মা নেই

শুধু মা নেই, শুধু মা নেই

আল্লাহ হাফেজ

সবাই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন

এবং সেভ করার পর অবশ্যই লাইক দিবেন

ইসলামী সংগীত의 다른 작품

모두 보기logo

추천 내용