menu-iconlogo
logo

*একি হলো বলো মনে

logo
가사
ছেলেঃ একি হলো বলো মনে

শুনো চুপি চুপি কানে

=============

একি হলো বলো মনে

শুনো চুপি চুপি কানে

ওগো ও রূপসী কন্যা

তুমি আমারি অনন্যা

হ্যাঁ গো মিথ্যে নয় তা সত্যি

বুঝো এই মনেরি আরজি

আমার এই যাতনা দেখে

বলো তুমি ভালোবাসো

=============

একি হলো বলো মনে

মেয়েঃ আ আ আ...

ছেলেঃ শুনো চুপি চুপি কানে

মেয়েঃ আ আ আ...

ছেলেঃ ওগো ও রূপসী কন্যা

মেয়েঃ আ আ আ...

ছেলেঃ তুমি আমারি অনন্যা

মেয়েঃ আ আ আ...

ছেলেঃ হ্যাঁ গো মিথ্যে নয় তা সত্যি

মেয়েঃ আ আ আ...

ছেলেঃ বুঝো এই মনেরি আরজি

মেয়েঃ আ আ আ...

ছেলেঃ আমার এই যাতনা দেখে

বলো তুমি ভালোবাসো

মেয়েঃ আ আ আ..

আ আ আ...

ছেলেঃ একি হলো বলো মনে

শুনো চুপি চুপি কানে

-=আপলোড বাই মজিবুর=-

বলো চাও কি তুমি চাঁদ নাকি তারা

বলো কিছু বলো

শলমাঝুরি দিয়ে ঢাকা আকাশে

জোসনা ভরায় আলো

===============

ও বলো চাও কি তুমি চাঁদ নাকি তারা

বলো কিছু বলো

শলমাঝুরি দিয়ে ঢাকা আকাশে

জোসনা ভরায় আলো

মেয়েঃ কি করে বলি তোমাকে আমি

সবই লাগে ভালো

এই মধু রাতে তুমি যে সাথে

আর কি চাই বলো

ছেলেঃ থাকো তুমি ওগো পাশে

বলো কিছু সেই আবেশে

পারিনা বেদনা সয়ে..

বুকে জালা শুধু বয়ে

আমার এই যাতনা দেখে

বলো তুমি ভালোবাসো

মেয়েঃ আ আ আ..

আ আ আ...

ছেলেঃ একি হলো বলো মনে

শুনো চুপি চুপি কানে

হে...হে হে হে আ..হা হা হা

হে...হে হে হে আ..হা হা হা

হে...হে হে হে আ..হা হা হা

হে...হে হে হে আ..হা হা হা

-=আপলোড বাই মজিবুর=-

মেয়েঃ সেই ছিলো ভালো

যেই দিনে আমি ছিলাম শুধুই একা

তুমি এলে তাই শুরু যে আমার

রাতে জেগে থাকা

ছেলেঃ আ.. হা হা হা হা

আ.. হা হা হা হা

মেয়েঃ ও সেই ছিলো ভালো

যেই দিনে আমি ছিলাম শুধুই একা

তুমি এলে তাই শুরু যে আমার

রাতে জেগে থাকা

ছেলেঃ ও কি করে বলি কি করে ভুলি

প্রথম তোমায় দেখে

কেটে ছিল সেই নিশি যে আমার

ঘুমহীন দুটি চোখে

শুনো তুমি সে কাহিনী

কবে হলে তুমি রানী

আমার এই মনেরি ঘরে

তোমায় আগে তা বলিনি

আমার এই যাতনা দেখে

বলো তুমি ভালোবাসো

বলো তুমি ভালোবাসো

বলো তুমি..ভালোবাসো

===============

মেয়েঃ কি করে বলি তোমাকে

বলো তুমি তা আমাকে

মনে কার ছবি যে ভাসে

আজো প্রেমেরই আবেশে

কাকে দেখে লাগে খুশি

কাকে আমি ভালোবাসি

===============

ছেলেঃ একি হলো বলো মনে

শুনো চুপি চুপি কানে

ওগো ও রূপসী কন্যা

তুমি আমারি অনন্যা

হ্যাঁ গো মিথ্যে নয় তা সত্যি

বুঝো এই মনেরি আরজি

আমার এই যাতনা দেখে

বলো তুমি ভালোবাসো

==============

ছেলেঃ বলো, তুমি, ভালোবাসো

====ধন্যবাদ====

*একি হলো বলো মনে - উদিত নারায়ণ/কুমার শানু ও অলকা ইয়াগনিক/ধড়কন - 가사 & 커버