menu-iconlogo
huatong
huatong
가사
기록
মেয়েঃ এই মন আজ তোমাকে

দিতে চায় প্রেম উপহার

ভালোবেসে মরতে হলে

মরবো আমি শতবার

ছেলেঃ আমার এই বুকে তুমি

ফুটালে হাজার ফুল

জীবনের পরিধি

পেলো আজ খুজে কুল

মেয়েঃ‌ এ মনে ছিল ভয়

দুচোখে ছিলো লাজ

তুমি এসে জীবনে

ভেঙে দিলে সবই আজ

ছেলেঃ‌ কি যে মধুর এই দিন

কি যে মধুর এই ক্ষন

পাগল হলো যে প্রান

উদাস হলো যে মন

মেয়েঃ এই মন আজ তোমাকে

দিতে চায় প্রেম উপহার

ভালোবেসে মরতে হলে

মরবো আমি শতবার

চাই যে তোমায় জীবনে

চাই যে তোমায় মরনে

এসেছি এই ভূবনে

শুধু তোমার কারনে

ছেলেঃ তোমার বুকে মোর ঘর

কেমন করে হবো পর

তোমার পাশে থাকবো

সারাটি জীবন ভর

মেয়েঃ এই মন আজ তোমাকে

দিতে চায় প্রেম উপহার

ভালোবেসে মরতে হলে

মরবো আমি শতবার

এই মন আজ তোমাকে

দিতে চায় প্রেম উপহার

ভালোবেসে মরতে হলে

মরবো আমি শতবার

এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন/আত্মবিশ্বাস의 다른 작품

모두 보기logo

추천 내용