menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেমের'ই কারণে, বন্দী হয়েছি...[HD]

এন্ড্রু কিশোরhuatong
𒆜Ahosan_Habib𒆜FFSC🇧🇩huatong
가사
기록
প্রেমেরি কারণে...

বন্দি হয়েছি...

মরণেও ভয় নাই।

এই প্রেম, মরেনা কোনোদিন

মানুষ, বাঁচেনা চিরদিন।

এই প্রেম, মরেনা কোনোদিন...

মানুষ, বাঁচেনা চিরদিন।

তুমি যতই থাকো দূরে,

তোমায় আসতেই হবে ফিরে,

আমাকে মালা দিতে একদিন।

এই প্রেম, মরেনা কোনোদিন...

মানুষ বাঁচেনা চিরদিন।

Uploaded>> Ahosan_Habib

প্রেমের কারণে, সারা জীবনে

যদি গো কেঁদে যাই,

=====

প্রেমের কারণে, সারা জীবনে

যদি গো কেঁদে যাই,

মরন আসিলে, হাসিয়া মরিবো

তাতেও দুঃখ নাই।

হবে যতই তুমি কঠিন,

=====

হবে যতই তুমি কঠিন...

প্রেম হবে আরও রঙিন।

এই প্রেম, মরেনা কোনোদিন...

মানুষ, বাঁচেনা চিরদিন।

Uploaded>> Ahosan_Habib

তোমারি নামের, মালা জপিবো

তোমাকে আমি চাই,

=====

তোমারি নামের, মালা জপিবো

তোমাকে আমি চাই,

তুমি বিহনে, আমার পরাণে

কারো ছবি আঁকা নাই।

হও যতই গো হৃদয়হীন,

=====

হও যতই গো হৃদয়হীন...

এই প্রেম, হবেনা বিলীন।

এই প্রেম, মরেনা কোনোদিন

মানুষ, বাঁচেনা চিরদিন।

তুমি যতই থাকো দূরে,

তোমায় আসতেই হবে ফিরে,

আমাকে মালা দিতে একদিন।

এই প্রেম, মরেনা কোনোদিন...

মানুষ, বাঁচেনা চিরদিন।

এন্ড্রু কিশোর의 다른 작품

모두 보기logo

추천 내용