শ্রাবন মাসের বানের পানি..... শ্রাবণ মাসের বানের পানি কত কলকলায়
তারো চেয়ে বেশি কষ্ট আমার অন্তরায় রে আমার অন্তরায়
কান্দি বসে মনের দুঃখে ঝরে নাতো পানি চোখে
অন্তর জলে যায় আমার অন্তর জলে যায়
উউ ওহ হো
ঘুম আসেনা চোখে আমার জেগে কাটাই নিশি
দুঃখ সদায় থাকে পাশে হয়ে প্রতিবেশী
ঘুম আসেনা চোখে আমার জেগে কাটাই নিশি
দুঃখ সদায় থাকে পাশে হয়ে প্রতিবেশী
মনের মানুষ রইলো যে পর, মনের মানুষ রইলো যে পর
বুঝলোনা আমায়
তারো চেয়ে বেশি কষ্ট আমার অন্তরায় রে আমার অন্তরায়
উম মন পোড়ালো বিচ্ছেদ অনল মরি ধুকে ধুকে
ভাঙলো আমার সুখের মেলা বড় ব্যথা বুকে
মন পোড়ালো বিচ্ছেদ অনল মরি ধুকে ধুকে
ভাঙলো আমার সুখের মেলা বড় বেথা বুকে
মনের মানুষ হইলো পাষাণ মনের মানুষ হইলো পাষাণ
বুঝলোনা আমায়
তারো চেয়ে বেশি কষ্ট আমার অন্তরায় রে আমার অন্তরায়
শ্রাবণ মাসের বানের পানি.....
শ্রাবণ মাসের বানের পানি কত কলকলায়
তারো চেয়ে বেশি কষ্ট আমার অন্তরায় রে আমার অন্তরায়
কান্দি বসে মনের দুঃখে ঝরে নাতো পানি চোখে
অন্তর জলে যায় আমার অন্তর জলে যায়
ও...ওওও ওও ওও ওহো ওহো হো হোহো