menu-iconlogo
huatong
huatong
avatar

তোমাকে ভালোবেসে যে ভুল করেছি

কনক চাঁপাhuatong
silverwhissspershuatong
가사
기록
তোমাকে ভালোবেসে যে ভুল করেছি আমি

সে ভুলের মাশুল

তোমাকে দিতে হবে

তোমাকে ভালোবেসে

যে ভুল করেছি আমি

সে ভুলেরি মাশুল

তোমাকে দিতে হবে

তোমাকে ভালোবেসে

যে ভুল করেছি আমি

সে ভুলেরি মাশুল তো

তোমাকে দিতে হবে

সে ভুলেরি মাশুল তো

আমাকে দিতে হবে

দয়া করে গানটি কেউ কপি করবেন না

আমার কোনো ঠিকানা নেই

নেই কোনো ঘর

নেই তো আপন কেউ

নেই কেহ পর

আমার কোনো ঠিকানা নেই

নেই কোনো ঘর

নেই তো আপন কেউ

নেই কেউ পর

এই তো আমারি ভাগ্য লিখা

চোখেরি জল মেনে নিতে হবে

তোমাকে ভালোবেসে

যে ভুল করেছি আমি

সেই ভুলেরি মাশুল তো

আমাকে দিতে হবে

সেই ভুলেরি মাশুল তো

আমাকে দিতে হবে

দয়া করে কেউ গানটি কপি

করবেন না।

আমি দেখবো না আর এই পৃথিবীর মুখ

পারিনি তোমায় দিতে

এই জীবনে সুখ

আমি দেখবো না আর

পৃথিবীর মুখ

পারিনি তোমায় দিতে

এই জীবনে সুখ

বলতে পারিনি তুমি

কত যে আপন

আমি ও সেটা মেনে নিতে হবে

তোমাকে ভালো বেসে

যে ভুল করেছি আমি

সে ভুলের মাশুল তো

আমাকে দিতে হবে

তোমাকে ভালোবেসে

যে ভুল করেছি আমি

সে ভুলেরি মাশুল তো

আমাকে দিতে হবে

সে ভুলেরি মাশুল তো

আমাকে দিতে হবে

আশা করি সবাই লাইক

কমেন্ট করে পাশে থাকবেন।

কনক চাঁপা의 다른 작품

모두 보기logo

추천 내용