menu-iconlogo
huatong
huatong
avatar

জীবনের নাম জদি রাখা ভুল

কুমার সানুhuatong
oneredniphuatong
가사
기록
জীবনের নাম যদি রাখা হয় ভুল

জীবনের নাম যদি রাখা হয় ভুল

স্মৃতির নাম তবে বেদনার ফুল

ভুল সবি ভুল ভুল সবি ভুল

জীবনের নাম যদি রাখা হয় ভুল

জীবনের নাম যদি রাখা হয় ভুল

স্মৃতির নাম তবে বেদনার ফুল

ভুল সবি ভুল ভুল সবি ভুল

যা কিছু পেয়েছি আমি তা আমার নয়

যা কিছু পেয়েছি আমি তা আমার নয়

চিঠি যেন এসে গেছে ভূল ঠিকানায়

খুঁজে পাওয়া যাবেনা তো হারানো যে কূল

ভুল সবি ভুল

জীবনের নাম যদি রাখা হয় ভুল

স্মৃতির নাম তবে বেদনার ফুল

ভুল সবি ভুল ভুল সবি ভুল

আরো নুতন নুতন গান পেতে

আমাকে ফলো করুন

পাবেনা তো খুঁজে কেউ আমার খবর

মনের অনেক নিচে দিয়েছি কবর

যদি কেউ আসে তবে বলো আমি নেই

যদি কেউ আসে তবে বলো আমি নেই

চোখে জ্বল আসবেই মনে পড়লেই

ফুটেছে আমার বুকে ব্যাথার বকুল

ভুল সবি ভুল

জীবনের নাম যদি রাখা হয় ভুল

জীবনের নাম যদি রাখা হয় ভুল

স্মৃতির নাম তবে বেদনার ফুল

ভুল সবি ভুল ভুল সবি ভুল

ধন্যবাদ

কুমার সানু의 다른 작품

모두 보기logo

추천 내용

জীবনের নাম জদি রাখা ভুল - কুমার সানু - 가사 & 커버