menu-iconlogo
huatong
huatong
avatar

Amay Vondo Vebe Pondo kore

কুমার সানুhuatong
SheikhJayedhuatong
가사
기록
আমাই ভন্ড ভেবে পন্ড করে

দিওনা এ ভালোবাসা

আগের মতই চলতে দাও

তোমার কাছে যাওয়া আসা

ভন্ড হলাম প্রেমের কারনে

মন মানে না নিষেধ বারনে

ভন্ড হলাম প্রেমের কারনে

মন মানেনা নিষেধ বারনে

আমাই ভন্ড ভেবে পন্ড করে

দিওনা এ ভালোবাসা

আগের মতই চলতে দাও

তোমার কাছে যাওয়া আসা

ভন্ড হলাম প্রেমের কারনে

মন মানে না নিষেধ বারনে

ভন্ড হলাম প্রেমের কারনে

মন মানেনা নিষেধ বারনে

আমার কথায় নাই বা থাকুক

সুর লয় আর তাল

বেসুরো গান গায়ছে দেখো

অনেকে আজ কাল

হো আমার কথায় নাই বা থাকুক

সুর লয় আর তাল

বেসুরো গান গাইছে দেখো

অনেকে আজ কাল

আমি না হয় দুঃখ পেয়ে

হয়েছি বেতাল...

বেতাল হলাম প্রেমের কারনে

মন মানে না নিষেধ বারনে

বেতাল হলাম প্রেমের কারনে

মন মানে না নিষেধ বারনে..

ভাবিনিতো এমন হবে

প্রেমেরি হালচাল

অন্ধকারে ডুববে জীবন

হবে না সকাল

হো ভাবিনিতো এমন হবে

প্রেমেরি হালচাল

অন্ধকারে ডুববে জীবন

হবে না সকাল...

এ সব ভুলতে নেশা করে

হয়েছি মাতাল..

মাতাল হলাম প্রেমের কারনে

মন মানে না নিষেধ বারনে

মাতাল হলাম প্রেমের কারনে

মন মানে না নিষেধ বারনে।

আমাই ভন্ড ভেবে পন্ড করে

দিওনা এ ভালোবাসা

আগের মতই চলতে দাও

তোমার কাছে যাওয়া আসা

ভন্ড হলাম প্রেমের কারনে

মন মানে না নিষেধ বারনে

বেতাল হলাম প্রেমের কারনে

মন মানে না নিষেধ বারনে

মাতাল হলাম প্রেমের কারনে

মন মানে না নিষেধ বারনে..।

কুমার সানু의 다른 작품

모두 보기logo

추천 내용

Amay Vondo Vebe Pondo kore - কুমার সানু - 가사 & 커버