menu-iconlogo
huatong
huatong
avatar

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার

জটিলেশ্বর মুখোপাধ্যায়huatong
SaifulA_star78113844huatong
가사
기록
এ কোন সকাল

রাতের চেয়েও অন্ধকার

ও কি সূর্য না কি স্বপনের চিতা

ও কি পাখির কুজন নাকি হাহাকার

এ কোন সকাল

রাতের চেয়েও অন্ধকার।।

-----------------------------

রাত্রি সে-তো স্বভাবে মলিন তাকে

সয়ে থাকা যায়।

ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়।

সে ভোর অন্ধ হলো কি হবে এখন

তার যে কথা ছিল আলো দেবার।।

ও কি সূর্য না কি স্বপনের চিতা

ও কি পাখির কুজন না কি হাহাকার।

এ কোন সকাল

রাতের চেয়েও অন্ধকার।।

----------------------

আজ থেকে বুঝি আমার

রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো।

আজ থেকে বুঝি আমার

দিনেরা আকাশ পথ হারালো।।

সূর্যটাকে কি জানি কি ভেবে চেয়ে

দু হাতে নিয়ে।

জ্বেলে আবার সে গেছে নিভিয়ে।

যাবার সময় গেছে তাকে মাড়িয়ে।

জ্বলতে না পারে যেন কখনো আবার।।

ও কি সূর্য না কি স্বপনের চিতা।

ও কি পাখির কুজন নাকি হাহাকার।।

এ কোন সকাল

রাতের চেয়েও অন্ধকার।।

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার।।

জটিলেশ্বর মুখোপাধ্যায়의 다른 작품

모두 보기logo

추천 내용