menu-iconlogo
huatong
huatong
avatar

সারা পৃথিবীতে তুমি একজন/ তামান্না

তামান্নাhuatong
✿⑅⃝💠𝐓𝐀𝐌𝐀𝐍𝐍𝐀✿huatong
가사
기록
শিরোনামঃ সারা পৃথিবীতে তুমি একজন

ছবিঃ লঙ্কাকাণ্ড

শিল্পীঃ রবি চৌধুরী / কনকচাঁপা

আপলোডঃ তামান্না [ T R N ]

মেয়েঃ সারা পৃথিবীতে, তুমি একজন প্রিয়জন, আমার প্রিয়জন

শুধু মন নয় প্রাণ নয়,

দিয়েছি জীবন তোমায়,দিয়েছি জীবন..

ছেলেঃ সারা পৃথিবীতে, তুমি একজন প্রিয়জন, আমার প্রিয়জন

শুধু মন নয়, প্রাণ নয় ,

দিয়েছি জীবন তোমায়, দিয়েছি জীবন...

ছেলেঃ মানুষ কতো স্বপ্ন দেখে

কতকিছু চাই..

আমি কিছু চাই না শুধু,

চেয়েছি তোমায়

মানুষ কতো স্বপ্ন দেখে

কতকিছু চাই

আমি কিছু চাই না শুধু

চেয়েছি তোমায়..

মেয়েঃ সেই চাওয়া হলো পাওয়া,

তোমারই কাছে আমি এসেছি যখন..

শুধু মন নয়, প্রাণ নয়,

দিয়েছি জীবন তোমায়,

দিয়েছি জীবন...

ছেলেঃ সারা পৃথিবীতে, তুমি একজন প্রিয়জন

আমার প্রিয়জন...

মেয়েঃ তুমি আমার কতো আপন, বুঝেছি এখন

দূরে যদি একটু থাকো

হবে যে মরণ

তুমি আমার কতো আপন

বুঝেছি এখন

দূরে যদি একটু থাকো

হবে যে মরণ...

ছেলেঃ আমি আছি,আমি রবো

যাবে না ছিঁড়ে কভু, প্রেমেরই বাঁধন..

শুধু মন নয়, প্রাণ নয়,

দিয়েছি জীবন তোমায়, দিয়েছি জীবন...

মেয়েঃ সারা পৃথিবীতে, তুমি একজন প্রিয়জন

আমার প্রিয়জন..

শুধু মন নয়, প্রাণ নয়

দিয়েছি জীবন তোমায়

ছেলেঃ সারা পৃথিবীতে, তুমি একজন প্রিয়জন

আমার প্রিয়জন

শুধু মন নয়, প্রাণ নয়,

দিয়েছি জীবন তোমায়

দিয়েছি জীবন...

তামান্না의 다른 작품

모두 보기logo

추천 내용