menu-iconlogo
huatong
huatong
avatar

আমার এ কন্ঠে তুমি কুরআনের বানি তুলেছো।

নজরুল ইসলাম।huatong
95961438025huatong
가사
기록
আল্লাহ………. ওওও………..

আমারি কন্ঠে তুমি

তোমারি বানী তুলেছো

বুকের দেরাজ যে তুমি

কোরআনের স্থান দিয়েছো।

এতো ভালোবাসো কেনো মালিক আমায়।

কি করে শুকুর তার করি আদায়

এতো ভালোবাসো কেনো মালিক আমায়,

এতো ভালোবাসো কেনো মালিক আমায় ।

পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদে,

কন্ঠ আমার নামে তোমার গীতে।

পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদে,

কন্ঠ আমার নামে তোমার গীতে।

তাওফিক এ তোমার,

নিয়ামত বেসুমার।

তাওফিক এ তোমার,

নিয়ামত বেসুমার।

বিনয়ে পড়ে মন সিজদায়

এতো ভালোবাসো কেনো মালিক আমায়,

এতো ভালোবাসো কেনো মালিক আমায়।

এ দয়ার পথে পথে জীবন সমূল,

চলতে আমায় তুমি করো কবুল।

এ দয়ার পথে পথে জীবন সমূল,

চলতে আমায় তুমি করো কবুল।

কোরআন গেয়ে যাই,

তোমাকে যেন পাই।

কোরআন গেয়ে যাই,

তোমাকে যেন পাই।

পথ চলি তোমারি আশায়।

এতো ভালোবাসো কেনো মালিক আমায়,

এতো ভালোবাসো কেনো মালিক আমায়।

আমারি কন্ঠে তুমি,

তোমারি বানী তুলেছো।

বুকের দেরাজ যে তুমি,

কোরআনের স্থান দিয়েছো।

এতো ভালোবাসো কেনো মালিক আমায়,

কি করে শুকুর তার করি আদায়

এতো ভালোবাসো কেনো মালিক আমায়।

এতো ভালোবাসো কেনো মালিক আমায়

এতো ভালোবাসো কেনো মালিক আমায়

এতো ভালোবাসো কেনো মালিক আমায়

? ধন্যবাদ ?

নজরুল ইসলাম।의 다른 작품

모두 보기logo

추천 내용