menu-iconlogo
huatong
huatong
-ek-nodi-rokto-kanok-chapa-cover-image

Ek Nodi Rokto_Kanok Chapa

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
가사
기록
এক নদী রক্ত পেরিয়ে

বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা

তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না

(না, না, না শোধ হবে না)

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের

জীবনের সন্ধান আনলে যারা

সে দানের মহিমা কোন দিন ম্লান হবে না

(না, না, না ম্লান হবে না)

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না

হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না

বড় বড় লোকেদের ভীড়ে

জ্ঞানী আর গুনীদের আসরে

তোমাদের কথা কেউ কবে না

তবু এই বিজয়ী বীর মুক্তিসেনা

তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না

(না, না, না শোধ হবে না)

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে

জীবনের দীনতা হীনতা নিয়ে

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে

জীবনের দীনতা হীনতা নিয়ে

তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে

তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে

মাঠে মাঠে কৃষাণের মুখে

ঘরে ঘরে কৃষাণীর বুকে

স্মৃতি বেদনার আঁখি নীড়ে

তবু এই বিজয়ী বীর মুক্তিসেনা

তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না

(না, না, না শোধ হবে না)

এক নদী রক্ত পেরিয়ে

বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা

তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না

(না, না, না শোধ হবে না)

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের

জীবনের সন্ধান আনলে যারা

সে দানের মহিমা কোন দিন ম্লান হবে না

(না, না, না ম্লান হবে না)

নবধারা의 다른 작품

모두 보기logo

추천 내용