menu-iconlogo
huatong
huatong
avatar

তখন তোমার একুশ বছর

নিশিতা বড়ুয়াhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
가사
기록
তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়

লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি

ধরা পড়ি ছিল ভয়,,

তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়

=============

গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে

আমরা দুজনে কখন গিয়েছি সরে

ফুলঝুরি থেকে ফুল ঝরে গেলে

মালা কিসে গাঁথা হয়

তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়

-==আপলোডঃ মজিবুর==-

তোমার পথের কাঁটাই ভেবেছ মোরে

বলতে পারিনি তোমার মত করে

জলছবি ভেবে ভুল করেছিলে

ভালবাসা সে তো নয়

তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়

লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি

ধরা পড়ি ছিল ভয়

তখন তোমার একুশ বছর বোধ হয়

আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়

লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা

====ধন্যবাদ====

নিশিতা বড়ুয়া의 다른 작품

모두 보기logo

추천 내용