menu-iconlogo
huatong
huatong
avatar

মায়া ভরা এক রাজকন‍্যা/H.PUTUL_WE

বশির আহমেদhuatong
H.PUTUL_🆆🅴huatong
가사
기록
মায়া ভরা এক রাজকন্যা

দেখে দেখে যারে সাধ মেটে না

তারে মনের মানুষ আহা বলতে কি দোষ

সে কি তা বুঝে না~~~

মায়া ভরা এক রাজকন্যা

দেখে দেখে যারে সাধ মেটে না

তারে মনের মানুষ আহা বলতে কি দোষ

সে কি তা বুঝে না~~~

<<==H.PUTUL_WE==>>

যেতে যেতে এক রাজার কুমার

পাগল হলো ওগো রুপ দেখে তার

সোনার পালঙ্ক ছেড়ে পথে পথে

ঘুরে বেড়ায় রাজা তাহার সাথে

আহা তুলতুল মোমের পুতুল

কিছু বোঝে না এতো ডাকি

কচি খুকি তবুও শোনে না..

মায়া ভরা এক রাজকন্যা

দেখে দেখে যারে সাধ মেটে না

তারে মনের মানুষ আহা বলতে কি দোষ

সে কি তা বুঝে না~~~

<<===Hamid_WE===>>

লাজুক লাজুক লতা হেলে দুলে

শরম শরম কালো আঁখি মেলে

মধুর মধুর দুটি চরন ফেলে

হরিণ হরিণ মেয়ে যায় যে চলে

আহা তুলতুল মোমের পুতুল

কিছু বোঝে না এতো ডাকি

কচি খুকি তবুও শোনে না..

মায়া ভরা এক রাজকন্যা

দেখে দেখে যারে সাধ মেটে না

তারে মনের মানুষ আহা বলতে কি দোষ

সে কি তা বুঝে না~~~

মায়া ভরা এক রাজকন্যা

দেখে দেখে যারে সাধ মেটে না

তারে মনের মানুষ আহা বলতে কি দোষ

সে কি তা বুঝে না~~~

*** ধন্যবাদ ***

বশির আহমেদ의 다른 작품

모두 보기logo

추천 내용