menu-iconlogo
huatong
huatong
avatar

বেদের মেয়ে জোসনা

বাংলা গানhuatong
piscesvivhuatong
가사
기록
বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাকি দিয়েছে

ফাকি দিয়েছে ফাকি দিয়েছে

ফাকি দিয়ে ফাকি দিয়ে

ফাকি ফাকি....................

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাকি দিয়েছে

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাকি দিয়েছে

তুমি জোছনা হেথা দিয়েছিলে কথা

তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা

তুমি জোছনা হেথা দিয়েছিলে কথা

তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা

বল তুমি এখানেতে আসতে কতক্ষণ

তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

আমি যখন রানতে বসি বন্ধু বাজাও বাঁশি

রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি

আমি যখন রানতে বসি বন্ধু বাজাও বাঁশি

রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি

দাদারে দাদীরে আমি কি দিয়ে বোঝায়

কাঙ্খে কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া

এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া

কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া

এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া

আরে চল চল চল বন্ধু ঘরে ফিরে যায়

দাদা আর দাদীরে গিয়া নিরালায় বোঝায়

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

বাংলা গান의 다른 작품

모두 보기logo

추천 내용