menu-iconlogo
huatong
huatong
avatar

আকাশের রং বদলায়

মনি কিশোরhuatong
WalidAh_star69507462huatong
가사
기록
আকাশের রং বদলায় বদলায় মানুষের মন

এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন

এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন

সাদা কাগজের বুকে কালির আচড় এঁকে ঠকিয়েছো তুমি আমাকে

কোন অভিযোগ তবু করবো না আমি কভু কোন দোষ দেব না তোমাকে

সাদা কাগজের বুকে কালির আচড় এঁকে ঠকিয়েছো তুমি আমাকে

কোন অভিযোগ তবু করবো না আমি কভু কোন দোষ দেব না তোমাকে

নতুন সাথীকে নিয়ে সুখের বাসর ঘরে

এঁকে যাও সুখেরি স্বপন

এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন

এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন

কেন যে এমন করে আমার মনের ঘরে

উকি ঝুঁকি তুমি দিয়েছো

এখন প্রশ্ন হল আমায় কাঁদিয়ে বলো কতটা সুখী হয়েছে

কেন যে এমন করে আমার মনের ঘরে

উকি ঝুঁকি তুমি দিয়েছো

এখন প্রশ্ন হল আমায় কাঁদিয়ে বলো কতটা সুখী হয়েছে

আমার পাঁজর ভেঙ্গে তোমার পৌষ দিনে খুঁজে নিলে তোমার আপন

এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন

এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন

আকাশের রং বদলায় বদলায় মানুষের মন

এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন

এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন

মনি কিশোর의 다른 작품

모두 보기logo

추천 내용