menu-iconlogo
huatong
huatong
avatar

যৌবনকালে সোয়ামী পাইলাম না

মুনিয়া মুনhuatong
🎸RAFI_KHALED🇧🇩🅶🅳🅱︎huatong
가사
기록
আজ খেতার ভিজলে যেমন তেমন দাদী বালিশ ভিজলে শুকায় না

><><><><><><><

আজ খেতার ভিজলে যেমন তেমন দাদী বালিশ ভিজলে শুকায় না

যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না

হারে ও দাদী আমি চিন্তায় বুঝিল্ আর বাঁচি না

যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না

আরে যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না।

আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।

আশ্বিন মাসে যেমন তেমন দাদী গাঞ্জে ধান ক্ষেত গারতাছে

আমার যৌবন দাদী মার্বল খেলতাছে

আমি হাউশ কইরে বইলাম বিয়া ঐ কালা ছেরাডার কাছে গো

অং-বেরঙের সোয়ামী তুমি গো

হারে ও দাদী আমি চিন্তায় বুঝিল আর বাঁচি না

যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না

ওরে যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না।

আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।

ওরে সারা রাইতি থাকিলা বোগলে আও করলা না মনের গৌরবে

অং-বেরঙের সোয়ামী তুমি রে

ওরে রেডিয়া দিমু সাইকেল দিমু দিমু মোবাইল কিনিয়া রে

অং-বেরঙের সোয়ামী তুমি রে

আরে ও দাদী আমি চিন্তায় বুঝিল্ আর বাঁচি না

যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না

হারে যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না।

আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।

ওরে কোনবা সতীনে দিছে বুদ্ধি ধইরা ধইরা আমায় মারে গো

অং-বেরঙের সোয়ামী তুমি গো

ওরে কাইলকাই যামু বাপেরবাড়ি আমি দিমু মটরসাইকেল কিনিয়া গো

অং-বেরঙের সোয়ামী তুমি গো

আরে দাদী আমি চিন্তায় বুঝিল্ আর বাঁচি না

যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না

হারে যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না

আরে যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না

ওরে যৌবনকালে একটা সোয়ামী গো পাইলাম না।

><>ধন্যবাদ<><

মুনিয়া মুন의 다른 작품

모두 보기logo

추천 내용