menu-iconlogo
huatong
huatong
avatar

রইশ্যা বন্ধু ছাড়ি গেল গই

রবি চৌধুরীhuatong
jubair-🦋huatong
가사
기록

সূর্য উঠে রে ভাই লাল মারি- লাল মারি লাল মারি

সূর্য উঠে রে ভাই লাল মারি

রইস্যা বন্ধু ছাড়ি গেল গই আমার বুকুত চেল মারি

রইস্যা বন্ধু ছাড়ি গেল গই আমার বুকুত চেল মারি

শঙ্খ নদীর কূলর উওর , রইস্যা বন্ধুর ঘর...

লাগত ফাইলে, হইয়ো তারে আঁর ফরানর খবর

শঙ্খ নদীর কূলর উওর , রইস্যা বন্ধু ঘর...

লাঙগত ফাইলে, হইয়ো তারে আঁর ফরানর খবর

নিদয়া বন্ধুয়ার জ্বালায় রে..

নিদয়া বন্ধুয়ার জ্বালায়, পরান আমার যায় ছাড়ি

হায়রে পরান আমার যায় ছাড়ি

রইস্যা বন্ধু, ছাড়ি গেল গই আমার বুকুত ছেল মারি

আরে রইস্যা বন্ধু, ছাড়ি গেল গই আমার বুকুত ছেল মারি

শঙ্খ নদীর পানিরে কালা, কালা দুশমন....

তারও অধিক কালারে ভাই পাষান বন্ধুর মন

শঙ্খ নদীর পানিরে কালা, কালারে দুশমন..

তারও অধিক কালারে ভাই পাষান বন্ধুর মন

ফিরিয়া না চাইলো বন্ধুরে...

ফিরিয়া না চাইলো বন্ধু

আঁরে কেনে গেল ছাড়ি

আঁরে কেনে গেল ছাড়ি

রইস্যা বন্ধু, ছাড়ি গেল গই আমার বুকুত ছেল মারি

আরে রইস্যা বন্ধু, ছাড়ি গেল গই আমার বুকুত ছেল মারি

সূর্য উঠে রে ভাই লাল মারি- লাল মারি লাল মারি

সূর্য উঠে রে ভাই লাল মারি

রইস্যা বন্ধু ছাড়ি গেল গই আমার বুকুত চেল মারি

হায়রে রইস্যা বন্ধু ছাড়ি গেল গই আমার বুকুত চেল মারি

হায়রে রইস্যা বন্ধু ছাড়ি গেল গই আমার বুকুত চেল মারি

হায়রে রইস্যা বন্ধু ছাড়ি গেল গই আমার বুকুত চেল মারি

রবি চৌধুরী의 다른 작품

모두 보기logo

추천 내용