menu-iconlogo
huatong
huatong
avatar

রূপের জালে পরতে হবে

রুনা লায়লা ও এন্ড্রু কিশোর/এই মন তোমাকে দিলামhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
가사
기록
মেয়েঃ আ হা, ও হো হো...

আ আ..এ হে হে...

=============

রুপের জালে পড়তে হবে

আমার প্রেমেই মরতে হবে

===============

রুপের জালে পড়তে হবে

আমার প্রেমেই মরতে হবে

রুপের জালে পড়তে হবে

আমার প্রেমেই মরতে হবে

কত দূরে যাবে,কোথায় পালাবে

রুপের জালে পড়তে হবে

আমার প্রেমেই মরতে হবে

-==আপলোড বাই মজিবুর==-

টিপ টিপ টিপ টিপ টিপ

যত টিপ টিপ টিপ টিপ

বৃষ্টি ঝরে তত ধক ধক ধক

বুকের আগুন বাড়ে

ও হো যত টিপ টিপ টিপ টিপ

বৃষ্টি ঝরে তত ধক ধক ধক

বুকের আগুন বাড়ে

ও একটু ছোঁয়া দাও কাছে টেনে নাও

এই গরম গরম বুকের আগুন

নিভে যাবে তবে

==============

আ হা, রুপের জালে পড়তে হবে

আমার প্রেমেই মরতে হবে

রুপের জালে পড়তে হবে

আমার প্রেমেই মরতে হবে

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ এ হে, এ হে হে.....

লা...লা লা লা.....

ছল বল ছল বল ছল বল

যতো ছল বল কৌশল করো তুমি

তবু এই মন এই প্রাণ দেবো না যে আমি

===============

ও যতো ছল বল কৌশল করো তুমি

তবু এই মন এই প্রাণ দেবো না যে আমি

আহা এলে যে সময়

এমনিতে প্রেম হয়

এই মনে মনে সন্ধি হলে

বিয়ার বাজনা বাজবে..

==============

মেয়েঃ হো ও..রুপের জালে পড়তে হবে

আমার প্রেমেই মরতে হবে

রুপের জালে পড়তে হবে

আমার প্রেমেই মরতে হবে

কত দূরে যাবে,কোথায় পালাবে

ছেলেঃ না না রূপের জালে পড়বো না রে

তোমার প্রেমে মরবো না রে

রূপের জালে পড়বো না রে

তোমার প্রেমে মরবো না রে

যাবো অনেক দূরে,খুঁজে পাবেনা রে

মেয়েঃ রুপের জালে পড়তে হবে

আমার প্রেমেই মরতে হবে

ছেলেঃ রূপের জালে পড়বো না রে

তোমার প্রেমে মরবো না রে

====ধন্যবাদ====

রুনা লায়লা ও এন্ড্রু কিশোর/এই মন তোমাকে দিলাম의 다른 작품

모두 보기logo

추천 내용

রূপের জালে পরতে হবে - রুনা লায়লা ও এন্ড্রু কিশোর/এই মন তোমাকে দিলাম - 가사 & 커버