menu-iconlogo
huatong
huatong
avatar

ও পলাশ ও শিমুল

লতা মঙ্গেশকরhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
가사
기록
ও…… পলাশ ও…… শিমুল

কেন এ মন মোর রাঙালে…..

জানিনা……. জানিনা ………

আমার এ ঘুম কেন ভাঙালে

-==আপলোডঃ মজিবুর==-

যার পথ চেয়ে দিন গুনেছি…..

আজ তার পদধ্বনি শুনেছি..

যার পথ চেয়ে দিন গুনেছি…..

আজ তার পদধ্বনি শুনেছি..

ও……. বাতাস কেন আজ বাঁশী তব বাজায়ে

দিলে তুমি এ হৃদয় সাজায়ে….

ও…… পলাশ ও…… শিমুল

কেন এ মন মোর রাঙালে…..

জানিনা……. জানিনা ………

আমার এ ঘুম কেন ভাঙালে

-==আপলোডঃ মজিবুর==-

যায় বেলা যাক না …..

আঁখি দুটি থাক না….

সুন্দর স্বপ্নে মগ্ন…

যেন এল আজ সেই শুভলগ্ন

যায় বেলা যাক না …..

আঁখি দুটি থাক না….

সুন্দর স্বপ্নে মগ্ন…

যেন এল আজ সেই শুভলগ্ন

==============

এ জীবনে যতটুকু চেয়েছি…..

মনে হয় তার বেশী পেয়েছি…..

এ জীবনে যতটুকু চেয়েছি…..

মনে হয় তার বেশী পেয়েছি…

ও ……আকাশ কেন আজ এত আলো ছড়ায়ে

আমারে যে দিলে তুমি ভরায়ে

ও…… পলাশ ও…… শিমুল

কেন এ মন মোর রাঙালে…..

জানিনা……. জানিনা ………

আমার এ ঘুম কেন ভাঙালে

=====ধন্যবাদ====

লতা মঙ্গেশকর의 다른 작품

모두 보기logo

추천 내용