menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার চন্দনা মরে গেছে

শাকিলা জাফরhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
가사
기록
তোমার চন্দনা মরে গেছে

ওকে আর ডেকে কি হবে

ওর জন্য, হৃদয়টা শূন্য রেখে

কি হবে, কি হবে,কি হবে..

তোমার চন্দনা মরে গেছে

ওকে আর ডেকে কি,হবে

ওর জন্য হৃদয়টা শূন্য রেখে

কি হবে, কি হবে,কি হবে...

তোমার চন্দনা মরে গেছে

যখন সময় ছিলো,ছিলো কল্পনা

তখন তোমার এই মন ছিলোনা

যখন সময় ছিলো,ছিলো কল্পনা

তখন তোমার এই মন ছিলোনা

এই চোখ নিয়ে আজ,ওকে দেখে

কি হবে,কি হবে,কি হবে

তোমার চন্দনা মরে গেছে

ওকে আর ডেকে কি হবে

ওর জন্য হৃদয়টা শূন্য রেখে

কি হবে, কি হবে,কি হবে...

তোমার চন্দনা মরে গেছে

হৃদয় পাথর হলো,হলো বন্দিনী

চোখও পাথর আজ,তাই কাঁদিনি

হৃদয় পাথর হলো,হলো বন্দিনী

চোখও পাথর আজ,তাই কাঁদিনি

এই প্রেম নিয়ে আর কাছে থেকে

কি হবে, কি হবে,কি হবে

তোমার চন্দনা মরে গেছে

ওকে আর ডেকে কি হবে...

ওর জন্য, হৃদয়টা শূন্য রেখে

কি হবে, কি হবে,কি হবে...

তোমার চন্দনা মরে গেছে

ওকে আর ডেকে কি হবে...

ওর জন্য, হৃদয়টা শূন্য রেখে

কি হবে, কি হবে,কি হবে...

তোমার চন্দনা মরে গেছে

শাকিলা জাফর의 다른 작품

모두 보기logo

추천 내용