menu-iconlogo
huatong
huatong
avatar

ভাবী যেন লাজুকলতা

সত্য সাহাhuatong
🎸RAFI_KHALED🇧🇩🅶🅳🅱︎huatong
가사
기록
ভাবী যেন লাজুকলতা

ছলাকলা, কিছুই জানেনা

সে যে মনের কথা মনেই রাখে

মুখে আনে না

ভাবী যেন লাজুকলতা

ছলাকলা, কিছুই জানেনা

সে যে মনের কথা মনেই রাখে

মুখে আনে না।।

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

সুরকার ও শিল্পীঃ সত্য সাহা

মালারো বাঁধনে হিয়া, বাঁধা পড়েছে

শরমো লাবণী যেন, অঙ্গে ঝরেছে

==============

মালারো বাঁধনে হিয়া, বাঁধা পড়েছে

শরমো লাবণী যেন, অঙ্গে ঝরেছে

মনে পড়ে, সেই যে লগন

যারে ভুলা যায় না

আহা মনে পড়ে, সেই যে লগন

যারে ভুলা যায় না

সে যে মনের কথা মনেই রাখে

মুখে আনে না

ভাবী যেন লাজুকলতা

ছলাকলা, কিছুই জানেনা

সে যে মনের কথা মনেই রাখে

মুখে আনে না

ভাবী যেন লাজুকলতা।।

আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।

এই যে প্রহর কেন, আসে না প্রতিদিন

এই যে প্রহর কেন, আসে না প্রতিদিন

মিলনো মাধুরি তবে, হতো না বিলীন।।

আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।

উৎসবো রাত এলো, স্বপ্ন নিয়ে

ভীরু বাসনারে মন, নিরবে রাঙিয়ে

==============

উৎসবো রাত এলো, স্বপ্ন নিয়ে

ভীরু বাসনারে মন, নিরবে রাঙিয়ে

এমন করে, হাজার বছর

বাসর হয়ে থাক্ না

আহা এমন করে, হাজার বছর

বাসর হয়ে থাক্ না

সে যে মনের কথা মনেই রাখে

মুখে আনে না

ভাবী যেন লাজুকলতা

ছলাকলা, কিছুই জানেনা

সে যে মনের কথা মনেই রাখে

মুখে আনে না

ভাবী যেন লাজুকলতা।।

~ধন্যবাদ~

সত্য সাহা의 다른 작품

모두 보기logo

추천 내용