menu-iconlogo
huatong
huatong
--cover-image

হয়তো আবার ফিরে আসবে যখন

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
62186931046huatong
가사
기록
হয়তো আবার ফিরে আসবে যখন

শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়

----------------------

হয়তো আবার ফিরে আসবে যখন..

শুনবে আমি আর নেই..

কি তোমার মনে হবে ভাবি শুধু এই

শুনবে যখন আমি নেই.......…

হয়তো আবার ফিরে আসবে যখন,

-----------------

দেখবে গানের খাতা গুলো..

ঢেকে আছে একরাশ ধুলো..

আনমনে নিচু হয়ে

হয়তো কোনোটা হাতে,

তুলে নেবে যেই..

কি তোমার মনে হবে ভাবি শুধু এই

শুনবে যখন আমি নেই.......…

হয়তো আবার ফিরে আসবে যখন,

-----------------

ভাঙা দেওয়াল থেকে

পুরনো আমার ছবি,

কাঁচের ভেতর দিয়ে তাকা-বে,

জানিনা তোমার চোখে

তখন কেমন তাকে দেখাবে,

বুক ভরা হাহাকার নিয়ে..

স্মৃতি যদি ধরে পা জড়িয়ে..

ভালোবাসা কাঁদে যদি

বোবা কান্নায় তার

ঘর জুড়ে সেই..

কি তোমার মনে হবে ভাবি শুধু এই

শুনবে যখন আমি নেই.......…

হয়তো আবার ফিরে আসবে যখন..

শুনবে আমি আর নেই..

কি তোমার মনে হবে ভাবি শুধু এই

শুনবে যখন আমি নেই.......…

হয়তো আবার ফিরে আসবে যখন,

- সমাপ্ত-

সন্ধ্যা মুখোপাধ্যায়의 다른 작품

모두 보기logo

추천 내용