menu-iconlogo
huatong
huatong
avatar

বাংলা মিউজিক ভিডিও

সাইফ(DMP)huatong
sanahisanihuatong
가사
기록
আপলোড & চয়েজ বাই সাইফ হাসান

গান রেকর্ড করার সময় সাউন্ড কমিয়ে নিবেন

M..কই রইলা বন্ধুরে পরানটারে জ্বালাইয়া

আরে কই রইলা বন্ধুরে পরানটারে জ্বালাইয়া

F..কেমনে পাবা আমারে থাকলে দূরে পালাইয়া

M..ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে

আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে

সাহস দিলে মনের কথা কইমু তোমারে

F..কইলে তোমায় জায়গা দিমু বুকের ভিতরে

M..ওরে সাহস দিলে মনের কথা কইমু তোমারে

F..আহা কইলে তোমায় জায়গা দিমু বুকের ভিতরে

M..হে কই রইলা বন্ধুরে পরানটারে জ্বালাইয়া

F..ইস কেমনে পাবা আমারে থাকলে দূরে পালাইয়া

M..ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে

আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে

সাহস দিলে মনের কথা কইমু তোমারে

F..কইলে তোমায় জায়গা দিমু বুকের ভিতরে

M..আরে সাহস দিলে মনের কথা কইমু তোমারে

F..আহা কইলে তোমায় জায়গা দিমু বুকের ভিতরে

আপলোড & চয়েজ বাই সাইফ হাসান

গান রেকর্ড করার সময় সাউন্ড কমিয়ে নিবেন

M..নাই চোখে ঘুম জোসনা রাইতে, তোমায় ভাইবা কাটে..

আমার মত পোলা কি আর, আছে এই তল্লাতে

F..দুষ্টুপোলা ঘুমের ঘরে মারো উকি ঝুঁকি..

মনের দুয়ার তোমার লাইগা ঠিকই খুইলা রাখি..

M.. আদর কইরা বসাও তোমার, মনের শহরে

আমায় আদর কইরা বসাও তোমার, মনের শহরে

সাহস দিলে মনের কথা কইমু তোমারে

F..কইলে তোমায় জায়গা দিমু বুকের ভিতরে

M..ওরে সাহস দিলে মনের কথা কইমু তোমারে

F..আহা কইলে তোমায় জায়গা দিমু বুকের ভিতরে

আপলোড & চয়েজ বাই সাইফ হাসান

গান রেকর্ড করার সময় সাউন্ড কমিয়ে নিবেন

M..একবার বন্ধু, পাইলে তোমায়, বান্দিতাম পরানে..

আমার মনের কথা কইতাম, একেলা নির্জনে

F..দেখলে তোমায়, আমারও হায়, কেমন জানি লাগে..

বুকেতে জড়াইয়া নিতে, কেবলই সাধ জাগে

M..তবু ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে

আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে

সাহস দিলে মনের কথা কইমু তোমারে

F..কইলে তোমায় জায়গা দিমু বুকের ভিতরে

M..ওরে সাহস দিলে মনের কথা কইমু তোমারে

F..আহা কইলে তোমায় জায়গা দিমু বুকের ভিতরে

সাইফ(DMP)의 다른 작품

모두 보기logo

추천 내용