menu-iconlogo
huatong
huatong
avatar

ঘূর্নিঝড়ের মতো যে ঝড় Ghurni Jhorer Moto Je

সাজ্জাদ নূরhuatong
carlowwadehuatong
가사
기록
হ্যাপি গানওয়ালা

গানওয়ালার ১ বছর পূর্তিতে সবাইকে জানাই

আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।

ঘূর্নিঝড়ের মত যে ঝড় বইছে জীবনে আমার

অন্তপুরে কত দুঃখ আছে গোপনে

কান্দনে কান্দনে আমার কান্দনে কান্দনে

কান্দনে বুঝলে না যদি বুঝবে কেমনে

আমার কান্দনে কান্দনে

আমার কান্দনে কান্দনে

কান্দনে বুঝলি না যদি বুঝবি কেমনে

হাসির আমার হইছে ফাসি, খুশি নয়তো মন

দিবানিশি জলে আমার ভাসে দুনয়ন

হাসির আমার হইছে ফাসি, খুশি নয়তো মন

দিবানিশি জলে আমার ভাসে দুনয়ন

তাইতো এখন কেউ নাই আপন ব্যথারি শ্রাবণে

তাইতো এখন কেউ নাই আপন ব্যথারি শ্রাবণে

কান্দনে কান্দনে আমার কান্দনে কান্দনে

কান্দনে বুঝলি না যদি বুঝবি কেমনে

আমার কান্দনে কান্দনে

আমার কান্দনে কান্দনে

কান্দনে বুঝলি না যদি বুঝবি কেমনে

এই ট্রাকটির একমাত্র মালিকানা

গানওয়ালা স্মুল কমিউনিটি র

কেউ কপি রি আপ্লোড করবেন না

নতুবা আইনের আওতায় আনা হবে

সুখ সে তো চিরতরে গেছে পালিয়ে

দুঃখেরি অকুল পাথারে দিলি ভাসিয়ে

সুখ সে তো চিরতরে গেছে পালিয়ে

দুঃখেরি অকুল পাথারে দিলি ভাসিয়ে

আর কি নিয়ে বাচবো প্রিয়ে তুমি বিহনে

আর কি নিয়ে বাচবো প্রিয়ে তুমি বিহনে

কান্দনে কান্দনে আমার কান্দনে কান্দনে

কান্দনে বুঝলি না যদি বুঝবি কেমনে

আমার কান্দনে কান্দনে

আমার কান্দনে কান্দনে

কান্দনে বুঝলি না যদি বুঝবি কেমনে

ঘূর্নিঝড়ের মত যে ঝড় বইছে জীবনে আমার

অন্তপুরে কত দুঃখ আছে গোপনে

কান্দনে কান্দনে আমার কান্দনে কান্দনে

কান্দনে বুঝলি না যদি বুঝবি কেমনে

আমার কান্দনে কান্দনে

আমার কান্দনে কান্দনে

কান্দনে বুঝলি না যদি বুঝবি কেমনে

মিউজিকটি ভালো লাগলে

লাইক দিয়ে যাবেন

সাজ্জাদ নূর의 다른 작품

모두 보기logo

추천 내용