menu-iconlogo
huatong
huatong
avatar

ভালবাসা ছিল ভালবাসা আছে

সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিনhuatong
অদৃশ্যhuatong
가사
기록
---অদৃশ্য---

ভালবাসা ছিল ভালবাসা আছে

আগামী পৃথিবীতে এমনি করে

ভালবাসা রয়ে যাবে

ও ও ও ও

ভালবাসা ছিল ভালবাসা আছে

আগামী পৃথিবীতে এমনি করে

ভালবাসা রয়ে যাবে

ভালবাসা ছিল

---অদৃশ্য---

মাটির পৃথিবীতে

এসেছে প্রেম যুগে যুগে

দুটি হৃদয়েতে বেঁধেছে নীড় বারেবারে

মরনজয়ী প্রেম তাইতো চিরসবুজ

তখনও ছিল তখনও ছিল

এখনও আছে এখনও আছে

আগামী দিনেও সেতো এমনি করে

প্রাণে প্রাণে রয়ে যাবে

ভালবাসা ছিল ভালবাসা আছে

আগামী পৃথিবীতে এমনি করে

ভালবাসা রয়ে যাবে

ভালবাসা ছিল

---অদৃশ্য---

জীবন শুধু আশা

সেই আশা ভালবাসা

তাইতো কাছে আসা

দুচোখে চোখ দুটি রাখা

মধু মিলনের স্বপ্ন আঁকা চোখে

তখনও ছিল তখনও ছিল

এখনও আছে এখনও আছে

আগামী দিনেও সেতো এমনি করে

চোখে চোখে রয়ে যাবে

ভালবাসা ছিল ভালবাসা আছে

আগামী পৃথিবীতে এমনি করে

ভালবাসা রয়ে যাবে

---অদৃশ্য---

সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন의 다른 작품

모두 보기logo

추천 내용