menu-iconlogo
huatong
huatong
avatar

যেখানে সাঁইর বারামখানা

💫🅰️Nℹ️T🅰️💫🌈P.&.H.huatong
💫🆕♈E🅰️®️💫🌈P.&.H.huatong
가사
기록
###লালন সংগীত ###

যেখানে সাঁইর বারাম..খানা

যেখানে সাঁইর বারাম খানা

>>>আপলোডঃ শাহ আলম <<<

শুনিলে প্রাণ চমকে উঠে

শুনিলে প্রাণ চমকে উঠে

দেখতে যেমন ভুজঙ্গনা

যেখানেসাঁইর বারাম..খানা

যেখানেসাঁইর বারাম খানা।

▆ ▇ █ P.& H.█ ▇ ▆

যা ছুঁইলে প্রাণে মরি

এ জগতে তাইতে তরি

বুঝেও তা বুঝতে নারি

কীর্তিকর্মার কি কারখানা

যেখানেসাঁইর বারাম..খানা

যেখানেসাঁইর বারাম খানা

▆ ▇ █ P.& H.█ ▇ ▆

আত্মতত্ত্ব যে জেনেছে

দিব্যজ্ঞানী সেই হয়েছে

কুবৃক্ষে সুফল পেয়েছে

কুবৃক্ষে সুফল পেয়েছে

আমার মনের ঘোর গেলনা

যেখানেসাঁইর বারাম..খানা

যেখানেসাঁইর বারাম খানা

▆ ▇ █ P.& H.█ ▇ ▆

যে ধনের উৎপত্তি প্রাণধন

সেই ধনের হলো না যতন

যে ধনের উৎপত্তি প্রাণধন

সেই ধনের হলো না যতন।

অকালের ফল পাকায় লালন

অকালের ফল পাকায় লালন

দেখে শুনে জ্ঞান হলো না

যেখানেসাঁইর বারাম..খানা

যেখানেসাঁইর বারাম খানা

শুনিলে প্রাণ চমকে উঠে

শুনিলে প্রাণ চমকে উঠে

দেখতে যেমন ভুজঙ্গনা

যেখানে সাঁইর বারাম..খানা

যেখানে সাঁইর বারাম খানা।

ধন্যবাদ

💫🅰️Nℹ️T🅰️💫🌈P.&.H.의 다른 작품

모두 보기logo

추천 내용